softdeft

আইকনিক স্টার অ্যাওয়ার্ডস পেলেন মেহেরপুরের মেজবা উদ্দিন

আইকনিক স্টার অ্যাওয়ার্ডস পেলেন মেহেরপুরের মেজবা উদ্দিন

মেজবাহ উদ্দিন মেহেরপুর শহরের বড়বাজার থানাপাড়ার কৃতি সন্তান।। ২০০৭ সাল থেকে শুরু করেন ফ্যাশন হাউজের মডেলিং ফটোগ্রাফার সংগ্রাম ভৌমিকের সাথেই প্রথম কাজ ফ্যাশন হাউজের। র‍্যাম্প মডেল হিসেবে ও তার বেশ পরিচিতি ছিল।
এক পর্যায়ে করেছেন দেশের টেলিভিশনে প্রচারিত অসংখ্য জনপ্রিয় টিভিসি। যার মাঝে উল্লেখযোগ্য অমিতাভ রেজার মেরিল পেট্রোলিয়াম জেলি, হুইল পাওয়ার হোয়াইট, প্রাণ চাটনি, তানভীরের তাশের ঘরের গ্লাক্সোস, প্রাণ মিল্ক, রাস এনার্জি ড্রিংক। এনটিভি রূপ মাধুরী ফ্যাশন বিষয়ক অনুষ্ঠানে নিয়মিত মডেল হিসেবে কাজ করতেন, এস এ টিভিতে, ফ্যাশন বিষয়ক অনুষ্ঠান ফাস্ট ওয়াশ হাইট অব ফ্যাশন এই অনুষ্ঠানে এংকারিং করতেন,এছাড়াও তার উল্লেখযোগ্য অনেক কাজ রয়েছে যার মধ্যে অন্যতম গ্রামীন ফোনের বিলবোর্ড, প্রাণ মিল্ক, সিটিসেল, রোমানিয়া চিপস। মেজবা উদ্দিনের ক্যারিয়ারে রয়েছে কয়েকটি নাটক এ সজল আরিফিন শুভ তাসনোভা সাথে কাজ করার অভিজ্ঞতা। এছাড়া দেশের সব থেকে বড় প্রযোজনা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়ার যাত্রাকাল থেকেই প্রতিটি সিনেমার সাথেই তিনি জড়িত ছিলেন। জাজ মাল্টিমিডিয়ার থেকে পেয়েছিলেন
সিনেমার অফার,তবে ইচ্ছা না থাকায় সেপথে পা না বাড়িয়ে তিনি হয়েছিলেন মাল্টিমিডিয়ার হেড অফ মার্কেটিং অফিসার। সম্পতি আইকনিক স্টার অ্যাওয়ার্ডস পেলেন মেজবা উদ্দিন
নিজ প্রতিষ্ঠান পিক্সেল মাল্টিমিডিয়া থেকে, গত ৭ মার্চ রাজধানীর আইসিসিবিতে ২য় বারের মত অনুষ্ঠিত হয়ে গেল ‘আইকনিক স্টার অ্যাওয়ার্ডস’। পিএইচ এন্টারটেইনমেন্ট, ডিজাইনারস ডোর ও সাউথ এশিয়ান এন্টারটেইনমেন্ট নিবেদিত এই অ্যাওয়ার্ড আয়োজনটিতে এবার পুরস্কার দেওয়া হয়েছে চলচ্চিত্র, টিভি, মিউজিক, ড্যান্স ও সমাজের আইকনিক কিছু ব্যক্তিকে। আর এই আইকনিক অ্যাওয়ার্ডস পেলেন দেশের জনপ্রিয় মুভি পোষ্টার, কমার্শিয়াল ফটোশুট, স্টাইলিং, ডিরেক্টর, ও টিভিসি, ডিরেক্টও এবং পিক্সেল মাল্টিমিডিয়ার চেয়ারম্যান মেজবা উদ্দিন। তার এই প্রোডাকশন থেকে দেশের খ্যাতনামা প্রতিষ্ঠানের ওভিসি, টিভিসি ও পন্যের পোষ্টার ডিজাইন ও কমার্শিয়াল ফটোশুট প্রোডাকশন সম্পন্ন হয়েছে। মেজবা উদ্দিনের মিডিয়ার যাত্রা দুই দশকেরও বেশি সময়। মেধা ও যোগ্যতা প্রমাণে নিজেকে দেশের খ্যাতিমান ব্যক্তি হিসেবে তুলে ধরতে পেরেছেন অল্প সময়েই।
দেশের তৃতীয় বৃহত্তম শহর খুলনার মেহেরপুরের সন্তান মেজবা। ১৯৯৫ সালে নিজ এলাকাতেই গড়ে উঠে একটি ব্যান্ড দল। যে ব্যান্ড দলের লিড গিটার বাজিয়েছেন ম্যাক্স (মাসুদ), বর্তমান এল আর বি ব্যান্ড এর গিটারিষ্ট ম্যাক্স, আরো ছিলেন, সোহেল, রাসেল, রিপন, রিপন ২, হাবিব, কাজল, অপু, রুমেল, রুবেল। ব্যান্ড দলকে বেশ এগিয়ে নিয়ে যান তিনি। একসময় ম্যাক্স ঢাকায় চলে আসে, বিভিন্ন সদস্য বিভিন্ন দিকে চলে যাওয়াই ব্যান্ড দলের লাইন আপ পরিবর্তন হয়, তার ক্যারিয়ারের প্রথম ডিরেকশন এর টিভিসি ছিল শিমুজি হোম এ্যাপ্লায়েন্স ইলেকট্রনিকস এর। যেখানে দেশের আরেক জনপ্রিয় মডেল অন্তু করিম ও আইরিন কাজ করে। তার কাজের দক্ষতা ও ক্রিয়েটিভিটির জন্য একই প্রতিষ্ঠানের আরো ৬টা টিভিসি করানো হয় তাকে দিয়ে। এমন অসংখ্য কাজ করেছেন তিনি। মেজবার কাজের উপর বিচার বিশ্লেষণ করে এবছর বেষ্ট মিডিয়া এজেন্সী হিসেবে ঘোষণা করা হয় এবং আইকনিক স্টার এ্যাওয়ার্ড প্রদান করা হয়। এ প্রসঙ্গে মেজবা বলেন, এবছর আমার নিজস্ব প্রোডাকশন হাউজের পক্ষে আমি বেষ্ট এ্যাওয়ার্ড পেয়েছি। সকল কাজ, যেমন মুভিপোষ্টার, স্টাইলিং কর্পোরেট ফটোশুট, ডিরেকশন। এগুলো বিবেচনায় বেষ্ট মিডিয়া এজেন্সী হিসেবে এ্যাওয়ার্ড পেয়েছে। প্রতিটা কাজে আমি ভাল রেসপন্স পেয়েছি। যা আমার কাজে উৎসাহ বাড়ায়। এই অ্যাওয়ার্ডটা আমাদের কাজের উপর পেয়েছি। বিশেষভাবে পিয়াল হাসান ধন্যবাদ জানাই এমন আয়োজন করার জন্য।

Total Page Visits: 1498 - Today Page Visits: 5