মেহেরপুর প্রতিনিধি।। মেহেরপুর পৌরসভার ৪ নম্বর ওয়ার্ড কালাচাদপুর গ্রামে আগুনে ঘরবাড়ি ও দুটি গরু এবং একটি মোটরসাইকেল পুড়ে যাওয়া ক্ষতিগ্রস্ত পরিবারকে দেখতে যান মেহেরপুর পৌরসভার মানবতার পৌর মেয়র ও জেলা যুবলীগের আহবায়ক মাহফুজুর রহমান রিটন।
গত বুধবার দুপুরে কালাচাঁদপুরে আনছার আলীর ছেলে রফিকুল ইসলামের বাড়িতে শর্টসার্কিটের মাধ্যমে আগুন লেগে ঘরবাড়ি পুড়ে ছাই এবং সেই সাথে নিঃস্ব হয়ে পথে বসেছে পরিবারটি । বিষয়টি জানতে পেরে তৎক্ষণাৎ পাশে এসে দাড়ান মানবতার পৌর মেয়র মাহফুজুর রহমান রিটন ।
বৃহস্পতিবার বিকেলে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাঁড়াতে ছুটে যান পৌর মেয়র রিটন।
তিনি অসহায় পরিবারের মাঝে নগদ ১৫ হাজার টাকা ও দুই বস্তা চাউল এবং ৫ লিটার তেল,ডাল সহ বিভিন্ন সবজী তরকারি তুলে দেন ক্ষতিগ্রস্ত পরিবারে হাতে।
এসময় মেয়র রিটন বলেন, সব ধরনের প্রাকৃতিক দুর্যোগ ও অসময়ে সব সময়ই পাশে আমাকে পাবেন। বিগত করোনাকালীন সময় যখন সারা বিশ্ব থমকে গিয়েছিল তখনো আমি আমার দায়িত্ব থেকে পিছু পা হয়নি। ১৪ হাজারের বেশি পরিবারের দোড় গোড়াই আমি নিজে খাদ্য সামগ্রী পৌঁছে দিয়েছি। আমি সব সময় আপনাদের পাশে আছি, ছিলাম এবং থাকবো। এগুলা নিয়ে আপাতত চলেন পরে আমি আরো আপনাদের সহযোগিতা করব। রফিকুল ইসলাম ও তার পরিবারের সকলে ই মেয়র মাহফুজুর রহমান রিটনের প্রতি কৃতজ্ঞতা পোষণ করেন।
Total Page Visits: 276 - Today Page Visits: 5