softdeft

করমদি দাখিল মাদ্রাসার সুপারের সংবাদ সম্মেলন

করমদি দাখিল মাদ্রাসার সুপারের সংবাদ সম্মেলন

 

মেহেরপুরের গাংনী উপজেলার করমদি দাখিল মাদ্রাসার সার্বিক ক্ষতি করার অপচেষ্টা ও সুপারের মান শূন্য করার অভিযোগ তুলে সংবাদ সম্মেলন করে মাদ্রাসার সুপার আবু জাফর।
সোমবার বেলা সাড়ে ১১ টার দিকে মেহেরপুর জেলা প্রেসক্লাবে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে মোঃ আবু জাফর বলেছেন, আমি করমদি দারুসসুন্নাত নেছারিয়া দাখিল মাদ্রাসায় বিগত ১৯৯৪ সাল থেকে অদ্যবধি সুনামের সহিত সুপার পদে দায়িত্বপালন করে আসিতেছি। মাদ্রাসার ম্যানেজিং কমিটির নির্বাচনকে কেন্দ্র করে একটি কুচক্রী মহল যারা মাদ্রাসার ও বর্তমান সরকারের উন্নয়ন কর্মকান্ডের বিরোধী মত ও পথের অনুসারী আমার সুনাম নষ্ট করার ষড়যন্ত্রে লিপ্ত আছে। কিছুদিন পূর্বে মাদ্রাসায় এসেম্বলী চলাকালীন সময় নবম শ্রেণীর কয়েজন অমনোযোগী ও অনিয়মিত শিক্ষার্থীদের শাষন করার কারনে তারা আমার উপর ক্ষুব্ধ হয় এবং কুচক্রীমহলের চক্রান্ত ও ষড়যন্ত্রে আমার প্রতিষ্ঠানের নবম শ্রেণীর কিছু শিক্ষার্থী গত ০২/০৩/২০১৩ ইং তারিখে সন্ধ্যার সময় আমি ভিডিও প্রসঙ্গে জানতে পারি। উক্ত তারিখে আমার মাদ্রাসার কাজ শেষে জেলা মাধ্যমিক শিক্ষা অফিসারের নিকটে যায় এবং উক্ত সাজানো ও উদ্দেশ্যপ্রনোদিত ভিডিও বিষয়ে আমার কোন জানা নাই। বিগত ০৫/০৩/২০২৩ ইং তারিখে আমি সকাল ১০.০০ ঘটিকায় মাদ্রাসায় গেলে তালাবদ্ধ দেখতে পাই। বিশৃংখলা সৃষ্টির উদ্দেশ্যে উচ্ছৃংখল ছাত্র এবং বহিরাগতদের সহিত কোন একটি কুচক্রী মহল ষড়যস্তমুলকভাবে মাদ্রাসার শিক্ষকগণকে মাদ্রাসায় প্রবেশ করতে বাঁধা দেয়। আমি মাদ্রাসার নিরাপত্তার জন্য বামন্দি ক্যাম্পের ইনচার্জ এবং উপজেলা নির্বাহী অফিসারকে অবগত করি। নিবাহী অফিসার নিরাপত্তার স্বার্থে প্রশাসনকে অবগত করলে গাংনী থানার পুলিশ মাদ্রাসায় উপস্থিত হয়। কুচক্রী পরায়ন ভিডিওগুলি ভালোভাবে লক্ষ্য করলে স্পষ্ট বোঝা যায় যে কারও ইন্ধনে কোন বিশেষ মহলের প্ররোচনার ভিডিওগুলি ধারন করা হয়েছে। ইতিপুর্বে ১৫ ই আগষ্ট উপলক্ষে বিগত ২/৮/২০২১ ইং তারিখে মাদ্রাসার ব্যানার টানালে কিছু কুকীমহলের ইন্ধনে উক্ত ব্যানার বিগত ৩/০৮/২১ তারিখে কেটে ফেললে আমি তৎকালীন ইউএনও স্যারকে অবগত করি এবং গাংনী থানায় একটি জিডি করি যার নং ১৫৪, তাং ৪/৮/২১, কিন্তু অদ্যবধি উক্ত কুচক্রীমহল আমার বিরুদ্ধে চক্রান্ত অব্যাহত রেখেছে। এ বিষয়ে স্বাক্ষী ১। আমিরুল ইসলাম পিং- আব্দুল খালেক মুনশী, সাং- মথুরাপুর, ২। ইলিয়াছ হোসেন পিং রেজওয়ান, ৩। শওকত আলী পিং- মৃত আয়েন উদ্দিন ৪। সাং-করমদি, থানা- গাংনী, জেলা-মেহেরপুরগণ জানে। এমতাবস্থায় আমাকে মাদ্রাসায় যেতে বাধাপ্রদান ও হুমকি দিতেছে। আমি এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচার নিরাপত্তা চাই।

এসময় মেহেরপুর জেলা প্রেসক্লাবের সভাপতি তোজাম্মেল আযম, সাধারণ সম্পাদক মাহাবুব চাদু, সাবেক সাধারণ সম্পাদক ইয়াদুল মোমেন, কোষাধ্যক্ষ দিলরুবা খাতুন, দপ্তর সম্পাদক মাসুদ রানা, সদস্য, মহাসিন আলী, মাসুদ রানা, পাভেল, তোফায়েল আহমেদ,সহ প্রেসক্লাবের সদস্যরা উপস্থিত ছিলেন।

Total Page Visits: 512 - Today Page Visits: 6