মেহেরপুর প্রতিনিধি। মেহেরপুর সদর উপজেলার নবগঠিত বারাদি ইউনিয়ন পরিষদের প্রথম নির্বাচনে আওয়ামীলীগের দলীয় চেয়ারম্যান পদে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন ৫ জন প্রার্থী। বারাদি ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান, সংরক্ষিত সদস্য ও সাধারণ সদস্য পদে নির্বাচন করার লক্ষ্যে প্রার্থীরা মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। আগামী ১৭ মে মনোনয়নপত্র জমা দেয়ার শেষ দিন। শুক্রবার বিকেলে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে থেকে নৌকা প্রতীক দেওয়া হবে। কে হবেন বারাদি ইউনিয়নের নৌকার মাঝি।
আওয়ামীলীগের দলীয় মনোনয়নপত্র পেতে কেন্দ্রীয় নেতাদের সাথে সৌজন্য সাক্ষাৎ ও যোগাযোগ শুরু করে দিয়েছে বারাদি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রার্থীরা। এদিকে জানা গেছে, মেহেরপুর সদর উপজেলা বারাদি ইউনিয়নে চেয়ারম্যান প্রতিদ্বন্দ্বীতা করার জন্য চেয়ারম্যান প্রার্থী শামীম ফেরদৌস, তিনি জেলা আওয়ামীলীগের সদস্য,ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি ও যুবলীগের সাবেক সভাপতি, ইউনিয়ন আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক এবং বর্তমান বারাদি ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতির দায়িত্ব পালন করছেন।
চেয়ারম্যান পদপ্রার্থী মোমিনুল ইসলাম মোমিন। তিনি সদর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও উপজেলা ভাইস চেয়ারম্যান এবং বারাদি ইউনিয়ন আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক দায়িত্ব পালন করছেন।
চেয়ারম্যান পদপ্রার্থী আরিফুল ইসলাম লিটন। তিনি বারাদি ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও বারাদি ইউনিয়ন যুবলীগের সাবেক সভাপতির দায়িত্ব পালন করেছেন।
চেয়ারম্যান পদপ্রার্থী আরমান আলী। তিনি বারাদি ইউনিয়ন আওয়ামীলীগের ধর্ম বিষয়ক সম্পাদক ও সদর উপজেলা আওয়ামীলীগের সদস্যের দায়িত্ব পালন করছেন।
চেয়ারম্যান পদপ্রার্থী আবু সালে আল-আজিজ টনিক বিশ্বাস। তিনি মেহেরপুর জেলা আওয়ামীলীগের সদস্য ও জেলা যুবলীগের সাবেক সভাপতির দায়িত্ব পালন করেছেন।
আওয়ামীলীগের কেন্দ্রীয় কার্যালয় থেকে এসকল আওয়ামীলীগের নেতা কর্মীরা তাদের দলীয় মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।
অপর দিকে বিএনপি সমর্থিত ২ জন চেয়ারম্যান পদপ্রার্থী, একজন সতন্ত্র প্রার্থী এবং জাসদ থেকে একজন চেয়ারম্যান পদে মনোনয়নপত্র তূলেছেন।
কে হবেন বারাদি ইউনিয়নের নৌকার মাঝি
Total Page Visits: 1020 - Today Page Visits: 5