softdeft

গাংনীতে ইটভাটা থেকে ছিনিয়ে নেওয়া ১৩টি মোবাইলসহ ৩ চাঁদাবাজ গ্রেফতার

গাংনীতে ইটভাটা থেকে ছিনিয়ে নেওয়া ১৩টি মোবাইলসহ ৩ চাঁদাবাজ গ্রেফতার

মেহেরপুরের গাংনীর বিভিন্ন ইটভাটায় বোমার বিষ্ফোরণ ঘটিয়ে চাঁদা দাবিকারী তিন চাঁদাবাজকে গ্রেফতার করেছে গাংনী থানা পুলিশ। শুক্রবার ভোররাতে বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়।
এরা হচ্ছে- গাংনী উপজেলার মহাম্মদপুর গ্রামের কুদ্দুসের ছেলে বিদ্যুত, তাহাজ উদ্দীনের ছেলে ইংরেজ ও কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার বিল বোয়ালিয়া গ্রামের জাফর আলীর ছেলে জিয়াউল হক।
আটককৃতদের বিরুদ্ধে মামলাসহ মেহেরপুর আদালতে প্রেরণ করা হচ্ছে।
গাংনী থানার ওসি আব্দুর রাজ্জাক জানান, আটককৃতরা বেশ কিছুদিন বিভিন্ন ইটভাটায় বিষ্ফোরণ ঘটিয়ে ভীতি প্রদর্শন করে চাঁদা চেয়ে তাদের মোবাইল ফোন নম্বর দিয়ে আসে। ইটভাটা শ্রমিকদের কাছ থেকে বেশ কয়েকটি মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে যায়। প্রযুক্তি ব্যবহার করে পুলিশ তাদেরকে শনাক্ত করতে সক্ষম হয়। পুলিশের জিজ্ঞাবাদে প্রাথমিকভাবে এরা চাঁদা দাবীর কথা স্বীকার করেছে। তাদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে ইটভাটা শ্রমিকদের ১৩টি মোবাইল ফোন। গ্রেপ্তারকৃত ইংরেজ ও বিদ্যুতের নামে ৬ টি মামলা রয়েছে।

Total Page Visits: 735 - Today Page Visits: 6