softdeft

গাংনীতে ঈমামের বাড়িতে ভয়াবহ ডাকাতি

গাংনীতে ঈমামের বাড়িতে ভয়াবহ ডাকাতি

 

মেহেরপুরের গাংনী উপজেলার গাংনী পৌর এলাকার ১নং ওয়ার্ড, বাঁশবাড়িয়া গ্রামে অস্ত্রের মুখে জিম্মি করে মোহাঃশরিফুল ইসলাম নাম এর এক ঈমামের বাড়িতে ভয়াবহ ডাকাতির ঘটনা ঘটেছে। এ ঘটনায় নগদ ১৭ হাজার টাকা ও স্বর্ণাঙ্কার সহ আনুমানিক দুইলক্ষাধিক টাকার মালামাল নিয়ে গেছে ডাকাতদল ।

সোমবার সন্ধ্যা ৭ঃ৩০মিঃ এর দিকে উপজেলার বাঁশবাড়িয়া গ্রামের দক্ষিণপাড়ার মৃত ইয়াকুবআলীর পুত্র ও ঐ গ্রামের একটি মসজিদের ঈমাম শরিফুল ইসলাম এর বাড়িতে এই ডাকাতির ঘটনা ঘটে। শরিফুল ইসলাম গ্রামের ঈমামতির পাশাপাশি ভূষিমালের ব্যবসা করেন বলে জানা গেছে।

এ বিষয়ে ইমাম শরিফুল ইসলাম এর স্ত্রী জান্নাতুল নেছা সাংবাদিকদের জানান, আমার ০৩ বছর বয়সী শিশু পুত্র তাহমিদ কে টয়লেট করানাের জন্যঘ রের দরজা খুলে বাইরে নিয়ে যাচ্ছিলাম। এমত অবস্থায় ৫-৬ জনের একটি ডাকাতদল ঘরে প্রবেশ করে। পরে অস্ত্রের মুখে জিম্মি করে আমাকে ও আমার শিশু পুত্রকে রাম দা গলায় ঠেকিয়ে রাখে। আমি আত্মচিৎকার দিতে গেলে,ডাকাতরা জবাই করে হত্যা করা হবে বলে হুমকি দিতে থাকে। এক পর্যায়ে আমার ঘরের গচ্ছিত মালামাল রাখার বাকসের চাবি খুঁজে পায় তারা। এসময় বাকসে রাখা নগদ ১৭ হাজার টাকা, একজোড়া স্বর্ণের দুল, একজোড়া স্বর্ণের বালা, চাঁরটি স্বর্ণের আংটি ও দুইটি স্বর্ণের চেইন লুট করে নিয়ে চলে যায়। যার আনুমানিক বাজার মূল্য আড়াই লাখ টাকা।

 

এ বিষয়ে ইমাম মোহাঃশরিফুল ইসলাম বলেন,আমাদের পাড়/মহল্লায় বার্ষিক ওয়াজ মহাফিল চলছিল। আমি বাড়ি থেকে মসজিদে গিয়ে নামাজ শেষে ওয়াজ মহাফিলের স্থানে পৌঁছায়। কিছুক্ষণ পর খবর পায় আমার বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে ঘটনার খবর পেয়ে গাংনী থানা পুলিশের একটি টিম সাথে সাথে ঘটনাস্থলে পৌঁছায়। এবং এলাকা তল্লাশি করে। তবে পুলিশ আসার আগেই ডাকাতদল ঐএলাকা ত্যাগ করে।

এ বিষয়ে স্থানীয়রা ধারণা করছে,এ ঘটনার সাথে এলাকার মাদকাসক্তরা জড়িত রয়েছে। মাদকাসক্তদের গ্রেফতার করে আইনের আওতায় আনলে,এ ধরণের ঘটনা আর ঘটবেনা।

এ বিষয়ে গাংনী থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুর রাজ্জাক বলেন,ডাকাতদের আটক করতে পুলিশি তৎপরতা জােরদার করা হয়েছে ও ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে!

Total Page Visits: 329 - Today Page Visits: 6