softdeft

গাংনীতে জাতীয় কন্যা শিশু দিবস উদযাপন

গাংনীতে জাতীয় কন্যা শিশু দিবস উদযাপন

‘কন্যা শিশুর স্বপ্নে গড়ি আগামীর বাংলাদেশ’ এ প্রতিপাদ্যে মেহেরপুরের গাংনীতে পালিত হয়েছে জাতীয় কন্যা শিশুদিবস। শিশুদের প্রতি সব ধরনের ভেদাভেদ ও বৈষম্য দূর করে সচেতনতা তৈরিতে প্রতিবছর দিবসটি পালন করা হয়। দিবসটি উপলক্ষ্যে সোমবার (৩০ সেপ্টেম্বর) দুপুরে উপজেলা পরিষদ চত্ত্বর থেকে একটি র‌্যালি বের হয়ে শহর প্রদক্ষিণ শেষে একই স্থানে গিয়ে শেষ হয়। র‌্যালিতে নের্তৃত্ব দেন উপজেলা নির্বাহী অফিসার প্রীতম সাহা।

র‌্যালিতে যোগ দেন মুক্তি নারী ও শিশু উন্নয়ন সংস্থা ও সন্ধানী স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীরা। পরে উপজেলা পরিষদ হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

গাংনী উপজেলা নির্বাহী অফিসার প্রীতম সাহার সভাপতিত্বে স্বাগত বক্তব্যে মূলপ্রবন্ধ উপস্থাপন করেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নাসিমা খাতুন। এসময় বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা সুপ্রভা রানী, সমাজ সেবা অফিসার আরশাদ আলী, গাংনী থানার ওসি তাজুল ইসলাম, আনসার ভিডিপি কর্মকর্তা আবু সাঈদসহ জনপ্রতিনিধিগণ।

Total Page Visits: 82 - Today Page Visits: 5