মেহেরপুরের গাংনীতে বানিয়াপুকুরে মাছ পাহারা দেয়ার সময় চুরির অপবাদ এনে জুবায়ের হোসেন(৪০) নামের এক ব্যাক্তিকে বেধড়ক পিটিয়ে পুলিশের উপস্থিতিতে গ্রাম্য সালিশে ১ লক্ষ টাকা জরিমানা ও ৩০০ টাকার নন জুডিশিয়াল স্ট্যাম্পে মুচলেকা লিখে ছেড়ে দেওয়ার ঘটনায় মোড়লসহ তিনজনকে আটক করেছে পুলিশ। গতকাল সোমবার দিবাগত রাতে অভিযান চালিয়ে তাদের উপজেলার বানিয়াপুকুর গ্রাম থেকে আটক করে।জুবায়ের হোসেনের বাড়ি ষোলটাকা গ্রামে। তার পিতার নাম আয়ুব হোসেন।
গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক জানান, গত সোমবার রাতে জুবায়ের হোসেন পাশের গ্রামের পুকুরে মাছ পাহারা করছিলেন। এসময় মিথ্যা অপবাদ দিয়ে আলাল, আচেল উদ্দীনের ছেলে রবিউল ও মোজাফের ছেলে আজাম্মেল তাঁকে বেধড়ক মারপিট করে। এতে জুবায়ের হোসেনের দুই পা হাত ও পিঠে জখম হয়। পরে মঙ্গলবার সকালে গ্রাম্য সালিশ বৈঠকে জোবায়ের হোসেনের ১ লক্ষ টাকা জরিমানা ও স্ট্যাম্পে মুচলেকা দিয়ে ছেড়ে দেয় গ্রামের মোড়লরা। পরে পরিবারের লোকজন উদ্ধার করে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ নিয়ে আসে।
এ ঘটনায় মঙ্গলবার সন্ধ্যায় জুবায়ের বাদী হয়ে ৮জনকে নামীয় ও আরো ১০/১২ জনকে অজ্ঞাত আসামী করে গাংনী থানায় মামলা করে। পুলিশ মোড়ল শরিয়তসহ তিনজনকে গ্রেপ্তার করে। অন্যান্য আসামিদের গ্রেপ্তারের প্রক্রিয়া চলমান আছে।