ভোটারদের ভোটদানে প্রভাবিত করায় এক পোলিং এজেন্টকে এক মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়েছে।
মঙ্গলবার ২১ মে দুপুর আড়াইটার সময় মেহেরপুরের গাংনী উপজেলার ধানখোলা ইউনিয়নের চিৎলা মাধ্যমিক বিদ্যালয়ে চিৎলা গ্রামের লসকর শেখ এর ছেলে মোঃ সাইদুল ইসলামকে এক মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন।
ভ্রাম্যমান আদালত সুত্রে প্রকাশ, ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে গাংনী উপজেলার ধানখোলা ইউনিয়নের চিৎলা মাধ্যমিক বিদ্যালয়ের ৮৩ নং কেন্দ্রে মহিলা ভাইস চেয়ারম্যান ফুটবল প্রতীকের নাসিমা খাতুনের পোলিং এজেন্ট এর দ্বায়িত্ব পালন কালে তিনি ভোটারদের প্রভাবিত করছিলেন। এ অপরাধ প্রমাণ হওয়াই দন্ডবিধির ১৮৬০ এর ১৭১ (চ) ধারায় এক মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন বিচারক ও উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মোঃ নাতির হোসেন শামীম।
অপরদিকে একই উপজেলার কাথুলি ইউনিয়নের সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অন্যের পরিচয় পত্র ব্যবহার করে নির্বাচনী ডিউটি পালন করায় দন্ড বিধির ১৮৬০ এর ১৭১ (চ) ধারায় দোষি সাব্যাস্ত হওয়াই ভ্রাম্যমান আদালতের বিচারক ও মুজিবনগর উপজেলা নির্বাহি কর্মকর্তা খাইরুল ইসলাম এক আনসার সদস্যকে ৩হাজার টাকা অর্থ দন্ড প্রদান করেন।
দন্ডপ্রাপ্ত হলো উপজেলার হাড়াভাঙ্গা গ্রামের মৃত রফিকুল ইসলাম এর ছেলে বায়জিদ আল নোমান(১৭)।