মাদক পাচারকালে ৩৪ বোতল ফেনসিডিল ও ১ কেজি গাঁজা উদ্ধারসহ একাধিক মামলার আসামী আটক করেছে পুলিশ। সোমবার সন্ধ্যা সাড়ে ৬ টার দিকে জেলার গাংনী উপজেলার তেতুলবাড়িয়া ইউনিয়নের কল্যানপুর গ্রামের ব্রিজের উপর অভিযান চালিয়ে মোয়াজ্জেম শেখ আটক সহ মাদক পাচারে ব্যাবহিত ব্যাটারী চালিত পাখি ভ্যান,৩৪ বোতল ফেনসিডিল ও ১ কেজি গাঁজা উদ্ধার করে পুলিশ।৫৫ বছর বয়সি মোয়াজ্জেম শেখ গাংনী উপজেলার কাজিপুর ইউনিয়নের সাহেব নগর গ্রামের বদর উদ্দিনের ছেলে।
আটকের বিষয়টি মেহেরপুরের চোখকে নিশ্চিত করেছেন বামন্দী পুলিশ ফাড়ি ইনচার্জ এস আই শরীফ হাবীব।
বামন্দী পুলিশ ফাড়ি ইনচার্জ শরীফ হাবীব জানান, পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে তেতুলবাড়িয়া ইউনিয়নের কল্যানপুর দিয়ে মাদক পাচার হচ্ছে। এমন সংবাদের ভিত্তিতে আমি বামন্দী পুলিশ ফাড়ির টু আইসি ও শরীফুল ইসলাম সংঙ্গীয় ফোর্স নিয়ে কল্যানপুর উত্তরপাড়ার ব্রিজের উপর থেকে ভ্যান চালক মোয়াজ্জেম শেখ আটক করে ভ্যানের নিচে সার্জিক্যাল সাদা টেপে মোড়ানো প্যাকেটের মধ্যে থাকা ১ কেজি গাঁজা ও ৩৪ বোতল ফেনসিডিল উদ্ধার সহ পাচারে ব্যাবহিত ব্যাটারি চালিত পাখি ভ্যানটি জব্দ করা হয়।
তিনি আরো জানান,আটকৃত মোয়াজ্জেম হোসেনের বিরুদ্ধে পূর্বে ডাকাতি মামলাসহ একাধিক মাদক মামলা রয়েছে।
পরে আটকৃতকে গাংনী থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
গাংনীতে ফেনসিডিল ও গাঁজা সহ একাধিক মামলার আসামি আটক
Total Page Visits: 670 - Today Page Visits: 5