softdeft

গাংনীতে সন্ধানী এলামনাই এসোসিয়েশন গাছের চারা বিতরণ

গাংনীতে সন্ধানী এলামনাই এসোসিয়েশন গাছের চারা বিতরণ

“তীব্র দাবদাহে ঘরে এসি নয়, বেশি করে গাছ লাগায়” এই স্লোগানকে ধারণ করে সন্ধানী স্কুল এন্ড কলেজ’র প্রাক্তন শিক্ষার্থীদের সংগঠন “শিকড়- সন্ধানী এলামনাই এসোসিয়েশন” এর উদ্যোগে বিশ্ব পরিবেশ দিবস উদযাপন করা হয়েছে। এ উপলক্ষ্যে রবিবার সকালে সন্ধানী স্কুল এণ্ড কলেজ’ প্রাঙ্গনে প্রাথমিক ও উচ্চমাধ্যমিক শাখার ৬৫০ জন শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ করা হয়।

এসময় প্রতিষ্ঠানের শিক্ষক এবং বর্তমান ও প্রাক্তন শিক্ষার্থীদের অংশগ্রহণে ওকি নিনোসাকা হলে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সন্ধানী সংস্থা’র নির্বাহী পরিচালক জনাব মুহা. আবু জাফর ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সন্ধানী স্কুল এণ্ড কলেজ’র অধ্যক্ষ হাবিবুর রহমান। অন্যদের মাঝে উপস্থিত ছিলেন ‘শিকড়- সন্ধানী এলামনাই এসোসিয়েশন’ এর সাধারণ সম্পাদক নাহিদ আজীম রাব্বী, ইনজামামুল হক তুষার, নাঈমুর রহমান, আবু সালেহ আব্দুন নূর, তাসনিয়া জামান আশা প্রমুখ।

আলোচনায় অতিথিরা তাদের বক্তব্যে বলেন ,জলবায়ু পরিবর্তনের ফলে বিভিন্ন প্রাকৃতিক বিপর্যয়ের নানা দিক তুলে ধরেন। মানুষের অবিবেচক আচরণে বৃক্ষশূন্য হয়ে পড়ছে আমাদের সবুজ ধরণী। প্রতিনিয়ত বৃদ্ধি পাচ্ছে পৃথিবীর তাপমাত্রা, তীব্র দাবদাহে অতিষ্ঠ হয়ে উঠছে জনজীবন। এই পরিস্থিতিতে বৃক্ষরোপণ ও পরিচর্যার মাধ্যমে সবুজ পৃথিবীতে অক্সিজেন ফ্যাক্টরি গড়ে তোলার জন্য তরুণ প্রজন্মকে তাগিদ দেন। একই সাথে শিকড় সংগঠনের এমন সামাজিক কর্মকাণ্ডের প্রশংসা করেন ও তা অব্যাহত রাখার পরামর্শ দেন। এরপর অতিথিরা শিক্ষার্থীদের হাতে বিভিন্ন প্রজাতির গাছের চারা তুলে দেন।

উল্লেখ্য যে, অত্র প্রতিষ্ঠানের প্রাক্তন শিক্ষার্থী ও এলামনাই এসোসিয়েশন এর সদস্যদের সহযোগিতায় বর্তমান শিক্ষার্থীদের মাঝে কাঁঠাল, জাম, পেয়ারা, লেবু, চালতা, মেহেগণি, চিকরাশি, আকাশমনি, অর্জুন, নিম সহ বিভিন্ন প্রজাতির ১০০০ টি ফলজ, বনজ, ঔষধি গাছের চারা বিতরণ করা হয়।

Total Page Visits: 672 - Today Page Visits: 5