গাংনী প্রতিনিধি: মেহেরপুরের গাংনী উপজেলার রাইপুর ইউনিয়ন পরিষদের নির্বাচন উপলক্ষে চেয়ারম্যান গোলাম সাকলায়েন ছেপুর পক্ষে বর্ধিত সভা ও মোটরসাইকেল র্যালী অনুষ্ঠিত হয়েছে। শনিবার বেলা সাড়ে ৪টার দিকে ইউনিয়নের ইকুড়ি গ্রামে এ বর্ধিত সভা অনুষ্ঠিত হয়।
বর্ধিতসভায় চেয়ারম্যান গোলাম ফারুক বলেন, আমি যতদুর পেরেছি জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে ও নির্দেশে আপনাদের সেব করে গেছি। কোনদিন কোন প্রকার দূর্নীতি করিনি। ছাত্র জীবন থেকে আওয়ামী লীগের রাজনীতিতে নিজের জীবনকে উৎসর্গ করেছি। জামায়াত বিএনপির জোট সরকারের আমলে অত্যাচার নিপিড়নের শিকার হয়েছি এলাকার জনগনের উন্নয়নের জন্য। পরবর্তিতে এই ইউনিয়নের জনগন আমাকে চেয়ারম্যান নির্বাচিত করে তাদের সেবা করার সুযোগ করে দিয়েছে। আমি তাদের সেবা করেছি। আগামীতে জননেত্রী শেখ হাসিনা যদি আমাকে নৌকা প্রতীক দেয় তাহলে দেশ যেহেতু উন্নয়নের মহা সড়কে উঠেছে আমিও আমার এই ইউনিয়নকে উত্তরোত্তর উন্নয়ন ঘটাবো।
রাইপুর গ্রামের আওয়ামী লীগ নেতা মাষ্টার সেকেন্দারের সভাপতিত্বে সভায় রাইপুর ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক রবিউল ইসলাম রবি,সাবেক ছাত্রলীগ নেতা আলম হোসেন, ইউপি সদস্য ও আওয়ামী লীগ নেতা বকুল হোসেন,আজিজুল হক আজিজার মেম্বর, আবু সাঈদ মাস্টার প্রমুখ।
বক্তারা বলেন, গোলাম সাকলায়েন ছেপু রাইপুর ইউনিয়নের চেয়ারম্যান নির্বাচিত হওয়ার পর থেকে প্রধান মন্ত্রী শেখ হাসিনার উন্নয়ন প্রকল্পের সকল কাজ বাস্তবায়ন করেছেন। এছাড়াও তিনি গরীব দুঃখি মানুষের পাশে সব সময় থাকেন। গোলাম সাকলায়েন ছেপুকে আমরা যখন ডাকি তখনই তাকে কাছে পায়। আমরা চায় গোলাম সাকলায়েন ছেপু আবারও নৌকা প্রতীক পাক এবং জননেত্রী শেখ হাসিনার উন্নয়ন বাস্তবায়নের পাশাপাশি সে ব্যাক্তিগতভাবেও মানুষের সেবা করুক।
বর্ধিত সভাটি বিরাট জন সভায় রুপ নেয়। পুরো গ্রাম জুড়ে নৌকার প্রার্থী হিসেবে গোলাম সাকলায়েন কে প্রত্যাশা করে রাইপুর ইউনিয়নের জনগণ গোলাম সাকলায়েন ছেপুকে আবারও নৌকা প্রতীকে বিজয়ী করে ইউনিয়নের উন্নয়নের ভার তাকে দিতে চান।
পরে গোলাম সাকলায়েন ছেপুকে নিয়ে বিশাল মোটরসাইকেল র্যালী রাইপুরে ইউনিয়নের বিভিন্ন গ্রাম প্রদক্ষিন শেষে সন্ধ্যায় একই স্থানে শেষ হয়।
গাংনীর রাইপুরে ইউপি চেয়ারম্যান ছেপুর বর্ধিত সভা ও মোটরসাইকেল র্যালী
Total Page Visits: 873 - Today Page Visits: 6