গাংনী প্রতিনিধি। দীর্ঘ ১৩ বছর পর মেহেরপুরের গাংনী উপজেলার কাজিপুর ব্রিজ বাজার জামে মসজিদে জুম্মার নামাজ শুরু হয়েছে।
রমজানের প্রথম শুক্রবার কাজিপুর ব্রিজ বাজার জামে মসজিদে প্রথম জুম্মার নামাজ আদায় করে এলাকাবাসী। জুম্মার নামাজে
ইমামতি করেন মোঃ গোলাম জিল কিবরিয়া।
উক্ত জুম্মার নামাজে উপস্থিত ছিলেন কাজিপুর জামে মসজিদের ইমাম মোঃ আবু সাঈদ, উপদেষ্টা মন্ডলীর সদস্য জালাল উদ্দিন, মোঃ আব্দুল হাদী, কাজিপুর হাফেজিয়া মাদ্রাসা ও এতিমখানার সাধারণ সম্পাদক, মোঃ ইকবাল হোসেন বিএসসি, মোহাম্মদ আবদুর রব বিএসসি, এডভোকেট শফিউল আজম, মোহাম্মদ মাহবুব আলম হেবা, কাজিপুর ব্রিজ বাজার জামে মসজিদের সেক্রেটারি মোহাম্মদ নাঈম রাজ রবি, সহ সেক্রেটারী রবিউল ইসলাম ডাবলু, ক্যাশিয়ার আমিতো হোসেন, কার্যকারী সদস্য ডাক্তার রিপন, কার্যকারী সদস্য হোটেল ব্যবসায়ী রিপন আলি ও কাজিপুর গ্রামের অনেক সম্মানিত ব্যক্তিবর্গ।
সার্বিক তত্ত্বাবধানে ছিলেন কাজিপুর ব্রিজ বাজার মসজিদ কমিটির সভাপতি ইঞ্জিনিয়ার নাজমুস সাদাত।
২০০৯ সালের ১৭ সেপ্টেম্বর আলহাজ্ব প্রফেসর পিয়ার মোহাম্মদ মসজিদের জন্য এই জমিটির দান করেন। দাতা হিসেবে তার ইচ্ছা এখানে এখানে সুন্দর একটি মসজিদ তৈরি হবে এবং সকল মুসলমান ভাই যেন এখানে নামাজ পড়তে পারে। তিনি এবং তার পরিবার মসজিদের সকল উন্নয়নমূলক কাজে পাশে থাকতে চাই।
কাজিপুর ব্রিজ বাজার মসজিদ কমিটি রমজান মাসে প্রতিদিন ইফতারের ব্যবস্থা রেখেছেন রোজাদার ব্যক্তি দের জন্য। এই মসজিদে জুমার নামাজ শুরু হওয়াতে এলাকার জনগণ খুবই খুশি।