মেহেরপুরের গাংনী থানার মাদক বিরোধী অভিযানে ২০ বোতল ফেনসিডিল, ১ কেজি ২শ’গ্রাম গাঁজাসহ ৩ ব্যক্তিকে আটক করেছে থানা পুলিশ।
বুধবার বিকেলে গাংনী উপজেলার কল্যাণপুর – ঝোড়াঘাট পাকা সড়কের উপর থেকে তাদেরকে আটক করা হয়।
আটককৃতরা হলো- কুষ্টিয়া সদরের হরিপুর গ্রামের মৃত লোকমান মোল্লার ছেলে এলিম মোল্লা (৩৮), একই গ্রামের আঃ আজিজ এর ছেলে মতিয়ার রহমান (৩২) ও কুষ্টিয়া মিরপুর উপজেলার নওদা গোবিন্দপুর গ্রামের জিল্লুর রহমানের ছেলে রাশিদুল ইসলাম (৩২)।গাংনী থানা অফিসার ইনচার্জ আব্দুর রাজ্জাক জানান, উপজেলার কল্যাণপুর ও ঝোড়াঘাট এলাকা দিয়ে মাদক পাচার হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে বামন্দি ক্যাম্পের ইনচার্জ শরিফ হাবিব এর নেতৃত্বে একটি টিম অভিযান চালিয়ে তিন মাদক ব্যবসায়ী কে আটক করে। এ সময় তাদের কাছ থেকে উদ্ধার করা হয় ২০ বোতল ফেনসিডিল, ১ কেজি ২শ’ গ্রাম গাঁজা। সেই সাথে তাদের ব্যবহারের ১৫০ সিসি লাল রঙের একটি অ্যাপাচি মোটরসাইকেল জব্দ করা হয়।আটককৃতদের বিরুদ্ধে গাংনী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা প্রক্রিয়াধীন।
গাংনী পুলিশের মাদক বিরোধী অভিযানে ফেনসিডিল ও গাঁজাসহ আটক-৩
Total Page Visits: 723 - Today Page Visits: 6