মেহেরপুর প্রতিনিধি। গত ২৭ মার্চ ২০২২ তারিখ কুষ্টিয়া সদর উপজেলার জুগিয়া পালপাড়া আশরাফুল উলুম মাদ্রাসার ছাত্র মোঃ নাঈম (১৩) নিখোঁজ হয়। নিখোঁজ নাঈম সদর উপজেলা জুগিয়া মাঠপাড়ার মিল্টন শেখের ছেলে।
জানা গেছে, নাঈম নিখোঁজের পর তার মা ২৮ শে মার্চ কুষ্টিয়া মডেল থানায় একটি সাধারণ ডায়েরী করেন। যার জিডি নং-১৬৩৮। পরে অভিভাবকের মোবাইল ফোনে অজ্ঞাতনামা ব্যক্তি এক লক্ষ টাকা মুক্তিপন দাবি করে। এই সংবাদের ভিত্তিতে র্যাব-১২, সিপিসি-১, কুষ্টিয়া, অপহরণকারীদের গ্রেফতারের জন্য ব্যাপক অভিযান শুরু করে। ৩১ মার্চ ২০২২ তারিখ নিখোঁজ ছাত্রকে উদ্ধার অভিযানের এক পর্যায়ে অপহরণকারীরা কুষ্টিয়ার পোড়াদহ এলাকায় ছাত্রটিকে ফেলে রেখে পালিয়ে যায়। পরবর্তীতে
১লা এপ্রিল ঐ ছাত্রের বাবা বাদী হয়ে কুষ্টিয়া মডেল থানায় অজ্ঞাতনামা ৫/৬ জন আসামীর বিরুদ্ধে অপহরণ একটি মামলা দায়ের করেন। যার মামলা নং-০২। এরই ধারাবাহিকতায় ০১ এপ্রিল রাত ১:৩০ মিনিটে অপহরণ চক্রের মূল আসামী মোঃ লিখন মিয়া (২৭), পিতা- আজিজুল বিশ্বাস ওরফে ধনা, সাং-কোমরপুর, থানা- মুজিবনগর, জেলা-মেহেরপুর’কে “মেহেরপুর শহরের মাইক্রো স্ট্যান্ড রনি আবাসিক হোটেল হতে” গ্রেফতার করে। পরবর্তীতে গ্রেফতারকৃত আসামীকে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য কুষ্টিয়া জেলার সদর থানায় হস্তান্তর করা হয়েছে। র্যাব-১২, সিপিসি-১, কুষ্টিয়া’কে তথ্য দিন, সন্ত্রাস, অস্ত্র ও জঙ্গী মুক্ত বাংলাদেশ গঠনে অংশ নিন।
ছাত্র অপহরণ করায় কোমরপুরের লিখন কে মেহেরপুর রনি হোটেল থেকে আটক করেছে র্যাব
Total Page Visits: 778 - Today Page Visits: 5