softdeft

দুগ্ধ ও মাংস উৎপাদনের কর্মসংস্থানের জন্য সুবিধাভোগী সদস্যদের মাঝে চেক বিতরণ

দুগ্ধ ও মাংস উৎপাদনের কর্মসংস্থানের জন্য সুবিধাভোগী সদস্যদের মাঝে চেক বিতরণ

 

দুগ্ধ ও মাংস উৎপাদনের মাধ্যমে গ্রামীণ কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে মেহেরপুর সদর উপজেলা শ্যামপুর ইউনিয়নে ১৯০ জন সুবিধাভোগী সদস্যদের মধ্যে চেক বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে জনপ্রশাসন প্রতিমন্ত্রী অধ্যাপক ফরহাদ হোসেন এমপির বাসভবনে এ চেক বিতরণ করা হয়।
চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ও মেহেরপুর জেলা আওয়ামীলীগের সভাপতি অধ্যাপক ফরহাদ হোসেন এমপি।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন খুলনা বিভাগীয় প্রকল্প পরিচালক ও যুগ্ম নিবন্ধক মিজানুর রহমান।
বিশেষ অতিথি ছিলেন জেলা অতিরিক্ত জেলা প্রশাসক লিংক বিশ্বাস, অতিরিক্ত পুলিশ সুপার জামিরুল ইসলাম, জেলা সমবায় অধিদপ্তরে কর্মকর্তা প্রভাষ চন্দ্র বালা, খুলনা জেলা সমবায় কর্মকর্তা সৈয়দ জসিম উদ্দিন, শ্যামপুর ইউপি চেয়ারম্যান মতিউর রহমান মতিন প্রমুখ।

জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন এমপি বলেন, জননেত্রী শেখ হাসিনা দেশের গরিব অসহায় মানুষের কথা চিন্তা করে বলেই এই অনুদান পাচ্ছেন আপনারা।
প্রান্তিক জনগোষ্ঠীর দরিদ্র পরিবারগুলো যেন সাবলীল ভাবে উঠে দাড়াই সেই জন্য এই গ্রামীণ কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করে দিয়েছে বর্তমান সরকার।
এসময় জনপ্রশাসন প্রতিমন্ত্রী অধ্যাপক ফরহাদ হোসেন এমপি ১৯০ জন সুবিধাভোগী সদস্যদের মাঝে ১ লক্ষ ৫ হাজার টাকা করে মোট ১ কোটি ৯৯ লক্ষ ৫০ হাজার টাকার চেক বিতরণ করেন।

এসময় সদর উপজেলা সমবায় কর্মকর্তা মনিরুজ্জামান, সহকারী প্রশিক্ষক রোকনুজ্জামান তুষার ও মেহেরপুর সদর উপজেলা শ্যামপুর ইউনিয়নে ১৯০ জন সুবিধাভোগী সদস্যরা উপস্থিত ছিলেন।

Total Page Visits: 48 - Today Page Visits: 0