softdeft

নানা আয়োজনে মেহেরপুরে পালিত হয়েছে বঙ্গবন্ধুর জন্মদিন

নানা আয়োজনে মেহেরপুরে পালিত হয়েছে বঙ্গবন্ধুর জন্মদিন

সকল সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত এবং বেসরকারি ভবনসমূহে যথাযথভাবে জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে শুরু বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী। বৃহস্পতিবার সকালে মেহেরপুর জেলা প্রশাসন কার্যালয় চত্বরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস-২০২২ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

প্রথমে জনপ্রশাসন প্রতিমন্ত্রীর পক্ষে জেলা প্রশাসক ড মুনসুর আলম খান পুলিশ সুপার রাফিউল আলম,
মুক্তিযোদ্ধার পক্ষে বীর মুক্তিযোদ্ধা আব্দুল মালেক, পৌরসভার পক্ষ মেয়র ও জেলা যুবলীগের মাহফুজুর রহমান রিটন, জেলা পরিষদের চেয়ারম্যান গোলাম রসুল, সাবেক প্রশাসক মিয়াজান আলী, সদর উপজেলার চেয়ারম্যান এড ইয়ারুল ইসলাম,
জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি আব্দুস সামাদ বাবলু বিশ্বাস ও যুগ্ম সাধারণ সম্পাদক ইব্রাহিম শাহিন। জেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক শহিদুল ইসলাম পেরেশান, সরফরাজ হোসেন মৃদুল, জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক লাভলী ইয়াসমিন, জেলা যুব মহিলা লীগের সভাপতি সামিউন বাসিরা পলি, জেলা ছাত্রলীগের সভাপতি আব্দুস সালাম বাঁধন, সাংগঠনিক সম্পাদক মাসুদ রানা, সদর থানা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ফয়সাল আহমেদসহ আওয়ামীলীগের নেতা কর্মীরা পূষ্পমাল্য অর্পন করেন।

বঙ্গবন্ধুর জন্মদিন উপলক্ষে মেহেরপুর জেনারেল হাসপাতাল, কারাগার, শিশু পরিবার, এতিমখানায় মিষ্টান্ন বিতরণ ও উন্নতমানের খাবার পরিবেশন এবং সকল মসজিদে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর রুহের মাগফেরাত কামনা করে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

এছাড়াও মন্দির, গীর্জা ও অন্যান্য ধর্মীয় উপাসনালয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর আত্মার শান্তি কামনা করে বিশেষ প্রার্থনা করা হয়েছে।
জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে স্বাস্থ্যবিধি অনুসরণপূর্বক আলোচনা সভা, রচনা, কুইজ, চিত্রাংকন প্রতিযোগিতা ও শিশুদের নিয়ে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

এদিন জেলা শিল্পকলা একাডেমীতে
বিশিষ্ট সংগীত শিল্পী, নৃত্যশিল্পী ও শিশুদের অংশগ্রহণে সাংস্কৃতিক অনুষ্ঠানে নাসরীন মুস্তাফা রচিত ও ড.আইরিন পারভীন লোপা’র নির্দেশনায় পরিবেশিত মঞ্চ নাটক ‘মুজিবের মেয়ে’ অনুষ্ঠিত হয়।

এলইডি স্ক্রিনে বঙ্গবন্ধুর জীবনী ও মুক্তিযুদ্ধভিত্তিক স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র/তথ্যচিত্র প্রদর্শন এবং ৭ মার্চের ভাষণ প্রচার করে হয়েছে।
বিভিন্ন ইউনিয়ন পর্যায়ে ইউনিয়ন ডিজিটাল সেন্টারসমূহের সুবিধাদি ব্যবহার করে অনুষ্ঠান প্রচারের ব্যবস্থা নেয়া হয়।

Total Page Visits: 1012 - Today Page Visits: 7