softdeft

নারীর প্রতি সহিংসতা রোধে ‘ধ্রুবতারা’ সংগঠনের কর্মসূচি পালন

নারীর প্রতি সহিংসতা রোধে ‘ধ্রুবতারা’ সংগঠনের কর্মসূচি পালন

মেহেরপুরে সামাজিক সংগঠন  ধ্রুবতারা ইয়থ  ডেভেলপমেন্ট ফাউন্ডেশন  এর উদ্যোগে নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে কর্মসূচী পালন করা হয়েছে। 

আজ মঙ্গলবার দুপুরে মুজিবনগর এর ভবানন্দপুর গ্রামে এ উপলক্ষে একটি উঠান বৈঠকের আয়োজন করা হয়। এ সময় নারী ও শিশু অধিকারে সচেতনতা বৃদ্ধি, শিক্ষার প্রসার,  আইনের সঠিক প্রয়োগ ও সামাজিকভাবে করণীয় সম্পর্কে আলোচনা করা হয়।তরুণদের উদ্যোগে এ উঠান বৈঠকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভবান্দপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক  বুজলুর রশিদ। সভাপতিত্ব করেন ধ্রুবতারা ইয়থ  ডেভেলপমেন্ট ফাউন্ডেশন মেহেরপুর ইউনিটের সভাপতি ফয়সাল হোসেন। এসময় আরও উপস্থিত ছিলে আব্দুল মান্নান

অসিম বিশ্বাসসহ সংগঠনের জেনারেল সেক্রেটারি ফারহান ইশরাক, ইসতিয়াক উদ্দিন অর্ণব 

অর্গানাইজিং সেক্রেটারি তিষা আক্তার ওমেন এন্ড চিল্ড্রেন আফেয়ার সেক্রেটারি, নওরিন নাহার খাদিজাসহ সদস্যবৃন্দ।

সমাজে নারীর প্রতি সহিংসতা, শারীরিক-মানসিক নির্যাতন, বাল্যবিবাহ, যৌতুক, বহুবিবাহ, যৌন হয়রানি, ধর্ষণ, নারীর প্রতি বৈষম্যসহ নানা বিষয় সোচ্চার হওয়ার পরামর্শ দেন বক্তারা।  এদিকে নারীবান্ধব আইনগুলোর যথাযথ প্রয়োগের প্রতি সরকারের দৃষ্টি আকর্ষণ করে উঠান বৈঠকে উপস্থিত নারীরা। 

অনুষ্ঠানে মুজিবনগর উপজেলার বিভিন্ন স্কুলের শিক্ষার্থী,  তরুণ-তরুণী, গৃহিণী ও নারী উদ্যোক্তারা অংশগ্রহণ করে।

Total Page Visits: 66 - Today Page Visits: 9