softdeft

পার্লামেন্ট ভাঙ্গার পর নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার দিলে নির্বাচনে যাব- নিতাই রায় চৌধুরী

পার্লামেন্ট ভাঙ্গার পর নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার দিলে নির্বাচনে যাব- নিতাই রায় চৌধুরী

বিএনপির ঘোষিত যুগপৎ আন্দোলনে ১০ দফা ও দেশ নায়ক তারেক রহমানের রাষ্ট্র কাঠামো মেরামতের রূপরেখা নিয়ে ব্যাখ্যা ও বিশ্লেষণধর্মী আলোচনা সভা করেছে মেহেরপুর জেলা বিএনপি। বৃহস্পতিবার দুপুরে মহিলা কলেজ সড়কে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা বিএনপির সভাপতি ও সাবেক সংসদ সদস্য মাসুদ অরুন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বিএনপির ভাইস চেয়ারম্যান এড নিতাই রায় চৌধুরী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বিএনপি’র সহ সাংগঠনিক সম্পাদক বাবু জয়ন্ত কুমার কুন্ডু, সহ-সভাপতি জাবেদ মাসুদ মিলটন, ওমর ফারুক লিটন।
পৌর বিএনপির সভাপতি জাহাঙ্গীর বিশ্বাসের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক আমজাদ হোসেন, সহ-সভাপতি আলমগীর হোসেন ছাতু, মুজিবনগর উপজেলা বিএনপির সভাপতি আমিরুল ইসলাম, যুগ্ম সম্পাদক ফয়েজ মাহমুদ সহ বিএনপির নেতাকর্মীরা।

কেন্দ্রীয় বিএনপির ভাইস চেয়ারম্যান এড নিতাই রায় চৌধুরী বলেন, আজকে আমাদের দেশ ভয়ংকর সর্বগ্রাসির মধ্যে দিয়ে পড়েছে। আমাদের চেয়ারম্যান তারেক রহমান একটি আধুনিক চিন্তাভাবনা নিয়ে রাষ্ট্র পরিচালনার কাঠামোর ২৭ দফা দেওয়া হয়েছে। এই ১৫ বছরে আমরা আন্দোলনে ব্যর্থ হয়নি। আমাদেরকে কোন মিছিল মিটিং করতে দেওয়া হয়নি, আমাদের সোনার ছেলেদেরকে গুম ও হত্যা করা হয়েছে, ইফতার পার্টি ও মানববন্ধন থেকে আমাদের ছেলেদেরকে ধরে নেয়া হয়েছে।
আগামী সংসদ সংসদ নির্বাচনে বিএনপি নির্বাচনে যাবে কিনা এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, আগামী নির্বাচনে আমাদের সুস্পষ্ট মতামত হচ্ছে পার্লামেন্ট ভেঙ্গে দিতে হবে। পার্লামেন্ট ভাঙ্গার পর নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার দিতে হবে। নির্বাচন কমিশনারকে পূর্ণগঠন করতে হবে। সেই সাথে অবশ্যই শেখ হাসিনাকে পদত্যাগ করতে হবে তাহলে আমরা নির্বাচনে যাব।

Total Page Visits: 235 - Today Page Visits: 5