softdeft

পোস্টার মারা কে কেন্দ্র করে হামলায় ছাত্রলীগ নেতা আহত

পোস্টার মারা কে কেন্দ্র করে হামলায় ছাত্রলীগ নেতা আহত

মেহেরপুর সদর উপজেলার নবগঠিত বারাদি ইউনিয়নের নির্বাচনে পোস্টার মারা কে কেন্দ্র করে বিদ্রোহী প্রার্থীর সমর্থকদের হামলায় আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মোমিনুল ইসলামের সমর্থক আব্দুল মামুন নামের এক ছাত্রলীগ নেতা আহত হয়েছেন। আহত ছাত্রলীগ নেতা মামুন বারাদি ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি।

জানা গেছে রবিবার সন্ধ্যার দিকে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মোমিনের সমর্থক বারাদি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুল মামুনের নেতৃত্বে নৌকার পোস্টার মারার জন্য বের হন।এসময় বারাদি বাজার এলাকায় একটি বৈদ্যুতিক খুঁটিতে পোস্টার লাগানো কে কেন্দ্র করে প্রতিপক্ষ সালে আল আজিজ টনিক (আনারস) ‘ সমর্থকদের সাথে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে টনিকের সর্মথকরা আব্দুল মামুনকে মারধর করলে তার মাথা ফেটে যায়। এ ঘটনার পরপরই বারাদি এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে।

এব্যাপারে মমিনুল ইসলাম এর সাথে যোগাযোগ করা হলে তিনি জানান এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

এ ঘটনায় সালে আল আজিজ টনিকের সাথে যোগাযোগ করা হলে তিনি জানান প্রতিপক্ষ নৌকা সমর্থনে আমার অফিসের সামনে পোস্টার টাঙাতে আসলে তাদেরকে নিষেধ করা হয়। এ ঘটনার কথা কাটাকাটির এক পর্যায়ে তারা এসে আমার অফিস ভাঙচুর করে।

মেহেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ দ্বারা জনান,এখনো পর্যন্ত কোন মামলা রযু হয়নি। ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে। বর্তমানে পরিবেশ শান্ত আছে।

উল্লেখ্য, আগামী ১৫ ই জুন মেহেরপুর পৌরসভা ও সদর উপজেলার চারটি ইউনিয়নে ভোটগ্রহণ হবে।

Total Page Visits: 747 - Today Page Visits: 6