বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ত্রাণ তহবিল থেকে গরীব অসহায় মানুষের চিকিৎসা সেবা প্রদানের আর্থিক অনুদানের চেক বিতরণ করা হয়েছে। মেহেরপুর জেলা আওয়ামীলীগের সভাপতি ও জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন এমপি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে গরিব অসহায় মানুষের মাঝে চেক বিতরণ করেন।
সোমবার বেলা ১২টার সময় জনপ্রশাসন প্রতিমন্ত্রীর নিজ বাসভবনে এ চেক বিতরণ করা হয়। চেক বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা স্বেচ্ছাসেবকলীগের আহবায়ক মোহাম্মদ আরিফুল এনাম বকুল।
এসময় জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন এমপি বলেছেন, বর্তমান আওয়ামীলীগ সরকারের প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা দেশকে এগিয়ে নিতে সব ধরনের উন্নয়ন করে চলেছেন। জননেত্রী শেখ হাসিনার জন্য আপনারা দোয়া করবেন।
পরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ত্রাণ তহবিল থেকে গরীব ও অসহায় রোগীদের চিকিৎসা বাবদ ৪০জন দুস্থ ও অসহায় মানুষকে ১৭ লক্ষ ২০ হাজার টাকার চেক প্রদান করেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী আলহাজ্ব ফরহাদ হোসেন এমপি।
চেক বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা যুবলীগের যুগ্ন আহবায়ক শহীদ সরফরাজ হোসেন মৃদুল, মেহেরপুর বড়বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম খোকন,স্বেচ্ছাসেবক লীগের যুগ্ন আহ্বায়ক মতিউর রহমান মতি, সদর থানা যুবলীগের সভাপতি আনোয়ার হোসেন আনু ,শহর যুবলীগের সভাপতি শেখ কামাল সাধারণ সম্পাদক তৌহিদুল ইসলাম প্রমূখ।
প্রধানমন্ত্রীর আর্থিক তহবিলের অনুদানের চেক বিতরণ করেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী।
Total Page Visits: 728 - Today Page Visits: 6