দীর্ঘ ৮ বছর পর মেহেরপুর সদর উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুরে ড. শহীদ সামসুজ্জোহা নগর উদ্যানে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি গোলাম রসুলের সভাপতিত্বে সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বি. এম মোজাম্মেল হক। প্রধান অতিথির বক্তব্যে বি. এম মোজাম্মেল হক বলেন, এদেশের গণ মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য বঙ্গবন্ধু আওয়ামীলীগের হাল ধরেছিলেন। আওয়ামীলীগকে তৃনমূল পর্যন্ত পৌছে দিয়েছেন বঙ্গবন্ধু। বঙ্গবন্ধুর অসাপ্ত সপ্নকে পূরণ করার জন্য অক্লান্ত পরীশ্রম করে যাচ্ছে বর্তমান প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা।
এর আগে সম্মেলনের উদ্বোধন করেন মেহেরপুর জেলা আওয়ামী লীগের সভাপতি জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন এমপি।
উদ্বোধনী বক্তব্যে ফরহাদ হোসেনএ বলেন, এশিয়ার প্রাচীন রাজনৈতিক দল বাংলাদেশ আওয়ামী লীগ। বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে অত্যন্ত সুসংগঠিতভাবে এগিয়ে চলেছে দলটি। জননেত্রী শেখ হাসিনার বিচক্ষনতায় প্রতিটি ইউনিটে সঠিক নেতৃত্ব উঠে আসবে।
প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন মেহেরপুর জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এম এ খালেক। প্রধান বক্তা হিসেবে সকল আন্দোলন সংগ্রামে, সকল নির্বাচনে যারা অগ্রণী ভ‚মিকা পালন করতে পারবে তাদের নেতৃত্বে কমিটি করার আহবান জানান এম এ খালেক। সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন, বাংলাদেশ আওয়ামী লীগের নির্বাহী সদস্য পারভীন জামান কল্পনা, গ্লোরিয়া ঝর্ণা সরকার এমপি, মেহেরপুর ১ আসনের সাবেক সংসদ সদস্য আব্দুল মান্নান, মেহেরপুর ১ আসনের সাবেক সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি বীর মক্তিযোদ্ধা জয়নাল আবেদিন, মেহেরপুর জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি আব্দুল হালিম, সহ সভাপতি আব্দুস সামাদ বাবলু বিশ্বাস, সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বোরহান উদ্দিন আহম্মেদ, মুজিবনগর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান জিয়া উদ্দিন বিশ্বাস, মেহেরপুর জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক এ্যাড. মিয়াজান আলী, শহর আওয়ামী লীগের সভাপতি এ্যাড. ইয়ারুল ইসলাম, মেহেরপুর জেলা যুবলীগের আহবায়ক ও মেহরেপুর পৌরসভার মেয়র মাহফুজুর রহমান রিটন।
এসময় মেহেরপুর জেলা, উপজেলা, পৌর ও ইউনিয়ন আওয়ামী লীগের নেতা কর্মিরা উপস্থিত ছিলেন।
মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য বঙ্গবন্ধু আওয়ামীলীগের হাল ধরেছিলেন- বিএম মোজাম্মেল।
Total Page Visits: 781 - Today Page Visits: 6