softdeft

মুজিবনগর চোখের সামনে প্রতিবন্ধী দোকান পুড়ে ছাই দেড় লক্ষাধিক ক্ষয় ক্ষতি

মুজিবনগর চোখের সামনে প্রতিবন্ধী দোকান পুড়ে ছাই দেড় লক্ষাধিক ক্ষয় ক্ষতি

চোখের সামনেই আগুনে পুড়ে ছাই হয়ে গেলো
মুজিবনগরের অসহায়, প্রতিবন্ধী মনিরের বেঁচে থাকার একমাত্র অবলম্বন ইলেকট্রনিকের দোকানটি।

বুধবার ১৯/১/২০২৩- দিবাগত রাত ১২টার দিকে মুজিবনগর উপজেলার বাগোয়ান ইউনিয়নের ২নং ওয়ার্ড ভবরপাড়া বাজারে প্রতিবন্ধী মনিরের দোকানে আকস্মিক আগুন লেগে ভস্মিভূত হয়েছে।
এতে ঐ প্রতিবন্ধীর নগত টাকা সহ প্রায় দেড় লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। প্রতিবন্ধী দোকান মালিক মনির ভবরপাড়া গ্রামের এওল মল্লিকের বড় ছেলে।

ক্ষতিগ্রস্ত দোকান মালিক মনির মল্লিক জানান প্রতিদিনের ন্যায় গতকাল রাতে আমি দোকান বন্ধ করে বাড়ি চলে যায় । হঠাৎ মদ্য রাতে আনুমানিক রাত ১২টা ১ টা হবে বাজারে দিকে হোই চোই দেখে বাহিরে বের হলে স্থানীয় লোকজন বলা বলি করছিল মনিরের দোকানে আগুন লেগেছে এই কথা সোনার সাথে সাথে আমার দোকানের কাছে পৌঁছিয়ে দেখি আমার দোকান আমার চোখের সামনে দাও দাও করে আগুনে জ্বলছে। স্থানীয়রা ও ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনলেও ততক্ষণে আমার দোকান ও মালামাল পুড়ে ছাই হয়ে গেছে ‌ । তিনি আরও বলেন আমি আমার সবকিছু বিক্রি করে এই দোকান টি চালু করেছিলাম এর আগে আমার এখানেই ইলেকট্রনিক দোকান ছিল মাঝখানে আমি বিদেশ গিয়েছিলাম ভালো ভিসা না হওয়ায় সেখানে খুব কষ্ট করে দিন কাটাচ্ছিলাম কিন্তু সেখানে আমি স্টোক করলে আমাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে দেশ পাঠিয়ে দেয়
বাড়ি এসে আবার দোকান টি চালু করেছিলাম এখান থেকে আমার সংস্কার ও চিকিৎসার সব খরচ কোন রকম চলছিল কিন্তু সেটাও পুড়ে ছাই হয়ে গেলো বলে কান্নায় ভেঙে পড়েন তিনি। উপজেলা প্রশাসন, জনপ্রতিনিধি বূত্তশালী ও সুধীজনদের নিকট সাহায্যের আবেদন জানিয়েছেন তিনি।

ফায়ার সার্ভিসের স্টেশনের ভারপ্রাপ্ত স্টেশন ইনচার্জ জানান খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে আমারা আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয় এবং পাশের দুটি দোকান আগুন থেকে রক্ষা পায়। ইলেকট্রিসিটি থেকে আগুনের সূত্রপাত বলে ধারণা করা হচ্ছে বলে জানান তিনি ‌ ।

২নং ওয়ার্ড ভবরপাড়া ইউপি সদস্য সিবাস্তিন মল্লিক জানান ছেলেটা খুব অসহায় ও প্রতিবন্ধী বিদেশ থেকে সে মৃত্যুর কবল থেকে বেঁচে আসে। কষ্ট করে সবকিছু বিক্রি করে দোকান টি চালু করেছিল এই দোকান থেকে তার সংসার খরচ সহ চিকিৎসা খরচ চালাচ্ছিল এখন সব কিছু হারিয়ে সে নিঃস্ব আমার তরফ থেকে সব ধরনের সহযোগিতা করবো সেই সাথে তার দোকান টি যাতে চালু করে দেয়া যায় সেজন্য সকলের সহযোগিতায় কামনা করছি।

Total Page Visits: 242 - Today Page Visits: 5