মোহাম্মদ মহাসিন ।। স্বপ্নের হাত ছুঁয়ে কখনো কখনো কেউ কেউ জীবনটাকে এক অন্য মাত্রায় পৌছিয়ে দিয়ে ফিরে দাড়ায় বাস্তবতার গল্প শুনাতে। নিজেকে সম্মানে সমৃদ্ধ করে কখনো আবার কারো শখ গুলো পরিবার সমাজ রাষ্ট্রকে স্বপ্নময় করে রাঙিয়ে দেয়। মেহেরপুরের তরুণ কবি ও আবৃত্তি শিল্পী জাহিদ ইকবাল সীমন সাংস্কৃতির শব্দ ভাবনাতে নিজেকে অনেক আগেই করেছে সম্পৃক্ত। চলমান সময়ের সুন্দরে দেশ- বিদেশ এর প্রতিষ্ঠিত বিভিন্ন সাহিত্য লেখক এর কবিতা আবৃত্তি করে জাহিদ ইকবাল শিমন নিজেকে আবৃত্তি শিল্পী হিসাবে ফেইসবুক, ইউটিউব চ্যানেল এ ব্যপক পরিচিতি এনে দিয়েছেন। অন্যদিকে মেহেরপুরে যাঁরা দীর্ঘদিন সাহিত্যচর্চা করে থাকেন তাদের কাছে আবৃত্তি শিল্পী সাহস,উৎসহ,ও প্রেরণা পেয়ে থাকেন। জাহিদ ইকবাল শিমন এক সময় পঃ বঃ ভারতে বিভিন্ন সাহিত্য পত্রিকায় নিয়মিত সাহিত্যচর্চা করতেন, এ ছাড়াও খুলনা ঢাকা বেতারে কবিতা পাঠের আসরে তার লেখা কবিতা আবৃত্তি করতেন বেতারের আবৃত্তি শিল্পীরা। এই তরুণ আবৃত্তি শিল্পীর অডিও ” মৃত্যুর মিছিলে একাকী “২১ সালে বাজাবে আনবে বলে প্রস্ততি চলছে। এ নিয়ে জাহিদ ইকবাল শিমন এই প্রতিবেদক কে বলেন বেশতো আছি জীবনের গল্পে দাড়ি কমা বসিয়ে এবং কবিতার সাথে বন্ধুত্ব করে শব্দকে সাজিয়ে কন্ঠের বারান্দায়। তিনি বাংলাদেশ পুলিশ কে নিয়ে একটি অসাধারণ কবিতা আবৃত্তি করেছেন
মেহেরপুরের আবৃত্তি শিল্পী — শিমনের যৌক্তিক স্বপ্নচিন্তা।
Total Page Visits: 1188 - Today Page Visits: 6