মেহেরপুরের গাংনী উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন চলছে। সম্মেলনে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে আওয়ামী লীগের দু’পক্ষের সংঘর্ষে ১জন রক্তাক্ত আহত হয়েছে। আজ রোববার বিকেলে গাংনী পাইলট মাধ্যমিক বিদ্যালয় ও স্কুল মাঠে সম্মেলনের প্রাক্কালে এ সংঘর্ষ হয়। তবে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে সম্মেলন কাজ এগিয়ে চলছে।
আহত আওয়ামী লীগ কর্মীর নাম মহিবুল ইসলাম ( ৪০)। সে গাংনী থানা পাড়ার বাসিন্দা। তাকে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, সম্মেলনের শুরুতে গাংনী উপজেলা যুবলীগের সভাপতি মোশারফ হোসেন তার লোকজন নিয়ে সম্মেলনস্থলে প্রবেশ করেন। মঞ্চের সামনে জায়গা দখল কেন্দ্র করে দু’পক্ষের মাঝে উত্তেজনা শুরু হয়। এক পর্যায়ে তা গড়ায় সংঘর্ষে। পুলিশ এবং আওয়ামী লীগ নেতৃবৃন্দের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।
এর কিছুক্ষণ পরেই সম্মেলনের আনুষ্ঠানিকতা শুরু হয়। বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বিএম মোজাম্মেল হক, নির্বাহী সদস্য কল্পনা জামান ও মেহেরপুর জেলা আওয়ামী লীগের সভাপতি এবং জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেনসহ কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ মঞ্চে উপস্থিত রয়েছেন। এ সংবাদ লেখা পর্যন্ত সম্মেলন এর কার্যক্রম চলছিল।
মেহেরপুরের গাংনী উপজেলা আওয়ামী লীগের সম্মেলনে দু’পক্ষের সংঘর্ষ
Total Page Visits: 766 - Today Page Visits: 7