মেহেরপুর প্রতিনিধি
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মেহেরপুরের দুইটি আসনে ১৩ জন প্রার্থীর মধ্যে প্রতীক বরাদ্দ দেয়া হয়েছে। সোমবার সকালে মেহেরপুর রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক মোঃ শামীম হাসান প্রতীক বরাদ্দ দেয়ার কথা জানান।
ঘোষিত তফসিল অনুযায়ী, প্রতীক বরাদ্দের সঙ্গে সোমবার থেকেই শুরু হয়েছে ভোটের প্রচার-প্রচারণা। চলবে আগামী ৫ জানুয়ারি সকাল ৮টা পর্যন্ত।
প্রতীক বরাদ্দ দেয়া প্রার্থীরা হলেন- মেহেরপুর-১ (মেহেরপুর ও মুজিবনগর) আসনে আওয়ামী লীগের দলীয় প্রার্থী ও মেহেরপুর জেলা আওয়ামী লীগের সভাপতি এবং জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন -নৌকা, আওয়ামী লীগের স্বতন্ত্র প্রার্থী সাবেক সংসদ সদস্য প্রফেসর আব্দুল মান্নান- ট্রাক, আওয়ামী লীগের স্বতন্ত্র প্রার্থী সাবেক সংসদ সদস্য মোঃ জয়নাল আবেদীন-ঈগল পাখি, জাতীয় পার্টির দলীয় প্রার্থী ও জেলা জাতীয় পার্টি (জাপা)-এর সভাপতি আব্দুল হামিদ-লাঙ্গল, ন্যাশনাল পিপলস পার্টির দলীয় প্রার্থী ও পার্টির জেলা সভাপতি তরিকুল ইসলাম লিটন-আম ও বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোট-এর দলীয় প্রার্থী ও পার্টির জেলা শাখার সভাপতি বাবুল জোম-ছড়ি প্রতীক বরাদ্দ পেয়েছেন।
অন্যদিকে, মেহেরপুর-২ (গাংনী) আসনে আওয়ামী লীগের দলীয় প্রার্থী ও জেলা জনসংখ্যা ও স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা: আবু সালেহ মোহাম্মদ নাজমুল হক সাগর- নৌকা, আওয়ামী লীগের স্বতন্ত্র প্রার্থী বীর মুক্তিযোদ্ধা ও সাবেক এমপি মোঃ মকবুল হোসেন- ট্রাক, এল ডি পি (তৃণমূল বিএনপি) এর প্রেসিডিয়াম সদস্য আব্দুল গণি- সোনালী আঁশ, জাতীয় পার্টির দলীয় প্রার্থী জেলা জাতীয় পার্টি সহ-সভাপতি কেতাব আলী- লাঙ্গল, ন্যাশনাল পিপলস পার্টি (এনপিপির)’র দলীয় প্রার্থী জেলা সভাপতি গোলাম রসুল- আম, বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিযুদ্ধ (বাংলাদেশ সংস্কৃতিক মুক্তিজোট) এর কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক শাহজামাল আমিরুল- ছড়ি ও বাংলাদেশ কংগ্রেস এর জেলা স্বেচ্ছাসেবক লীগের সদস্য আল ফারুক- ডাব প্রতীক বরাদ্দ পেয়েছেন।
উল্লেখ্য, ১৫ নভেম্বর দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়। তফসিল অনুযায়ী, প্রার্থীদের মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ ছিল ৩০ নভেম্বর পর্যন্ত। ১ থেকে ৪ ডিসেম্বর রিটার্নিং কর্মকর্তারা তা বাছাই করেন, রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে কমিশনে আপিল দায়ের ও নিষ্পত্তির সময়সীমা ছিল ৫ থেকে ১৫ ডিসেম্বর, প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় শেষ সময় ছিল ১৭ ডিসেম্বর। রিটার্নিং কর্মকর্তারা প্রতীক বরাদ্দের সময় ছিল ১৮ ডিসেম্বর। সোমবার (১৮ ডিসেম্বর) নির্বাচনী প্রচারণা শুরু হয়ে চলবে ৫ জানুয়ারি সকাল ৮টা পর্যন্ত। আর ভোটগ্রহণ হবে ৭ জানুয়ারি।