মেহেরপুর স্টুডেন্টস ডেভেলপমেন্ট এসোসিয়েশন (মেসডা) কর্তৃক বর্তমানে দেশের বিভিন্ন মেডিকেল কলেজে অধ্যায়নরত মেহেরপুরের মেডিকেল শিক্ষার্থীদের মিলনমেলা অনুষ্ঠিত হয়েছে ।
রবিবার সকালে জেলা ‘শিল্পকলা একাডেমিতে
এ মিলনমেলা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে ২০২২-২৩ সেশনে বিভিন্ন মেডিকেলে চান্সপ্রাপ্ত শিক্ষার্থীদের কে ক্রেস্ট দিয়ে বরণ করে নেওয়া হয়।
এসময় মেডিকেল শিক্ষার্থীরা কিভাবে মেহেরপুরের মানুষের কল্যাণে আসতে পারে সেটা নিয়ে বিষদ আলোচনা করে। এছাড়াও মেহেরপুরের শিক্ষা ও সাস্থ্য ব্যবস্থার উন্নয়নে কিভাবে সাহায্য করতে পারে সে বিষয়ে নিয়ে আলোচনা করা হয়।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন- মেসডার সংগঠক-শেফালী সুমি, কুষ্টিয়া মেডিকেল কলেজের শিক্ষার্থী রোকনুজ্জামান শাকিল, এনাম মেডিকেল কলেজের ওয়াসিউল আলম তৌফিক, উদয়ন ডেন্টাল কলেজের তাসনোভা মুরশেদ , ঢাকা মেডিকেল কলেজের শাহরিয়ার মাহমুদ রিজভী , স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজের হাবিবুর রহমান নয়ন প্রমুখ।
এসময় দেশের বিভিন্ন মেডিকেল কলেজের শিক্ষার্থীরা অনুষ্ঠানে অংশ গ্রহণ করে।