মেহেরপুর প্রতিনিধি। মেহেরপুর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে সাজেদা ফাউন্ডেশনের সহযোগিতায় ৫টি আইসিইউ ও ৫ টি এইচডিইউ বেড হস্তান্তর এর উদ্বোধন করলেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী। জেলা প্রশাসন ও ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল মেহেরপুর এর আয়োজনে শনিবার বিকালে মেহেরপুর জেনারেল হাসপাতালকে সাজেদা ফাউন্ডেশন এর সহোযোগিতায় ৫টি আইসিইউ ও ৫টি এইচডিইউ বেড সেবাদান প্রদান কার্যক্রমের উদ্বোধন করা হয়।
জেলা প্রশাসক ডঃ মোহাম্মদ মুনছুর আলম খান এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ কার্যক্রমের উদ্বোধন করেন (ভার্চুয়াল)মেহেরপুর ১আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামীলীগের সভাপতি জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন, সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন সাজেদা ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক জাহেদা ফিজা কবির,বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার রাফিউল আলম, সিভিল সার্জন ডাঃ নাসির উদ্দীন গনপুর্ত বিভাগের নির্বাহি প্রকৌশলী শম্ভু রাম পাল,বিজ্ঞ পিপি এ্যাডঃ পল্লব ভট্টাচার্য, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম এ খালেক,। উপস্থিত ছিলেন মেহেরপুর সদর উপজেলা চেয়ারম্যান ইয়ারুল ইসলাম, মুজিবনগর উপজেলা চেয়ারম্যান জিয়াউদ্দিন বিস্বাস,গাংনী পৌরসভার মেয়র আহাম্মেদ আলী,বঙ্গবন্ধু শিক্ষা ও গবেষণা পরিষদের সভাপতি প্রফেসর হাসানুজ্জামান মালেকসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষ জুম এর মাধ্যমে সংযুক্ত ছিলেন। সাজেদা ফাউন্ডেশনের পরিচালক ডাঃ তরিকুল ইসলাম, জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক এ্যাডঃ ইব্রাহীম শাহীন এর সার্বিক সমন্বয়ে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন হাসপাতালের তত্বাবধায়ক ডাঃ রফিকুল ইসলাম। সাজেদা ফাউন্ডেশন আগামী ২মাস ম্যানপাওয়ারসহ সকল প্রকার সহযোগিতা করবেন। তাদের নিজস্ব লোকবল দিয়ে তারা কাজ করবেন। ২মাস পর হাসপাতালের কর্মকর্তাদের এগুলোর যোগ্য করে গড়ে তুলে তাদের হাতে দায়িত্ব হস্তান্তর করবেন।জনপ্রশাসন প্রতিমন্ত্রী বলেন,সাজেদা ফাউন্ডেশন মানবতার সেবার অংশ হিসেবে মেহেরপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ৫টি আইসিইউ ও ৫টি এইচডিইউ বেড করে দিচ্ছেন সেজন্য মেহেরপুর জেলার মানুষের পক্ষ থেকে তাদের ধন্যবাদ জানান।তিনি বলেন,স্বাধীনতার তীর্থভুমি মেহেরপুরের মুজিবনগর। ইতিহাসের সাথে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নামের সাথে এই জেলা জড়িত। করোনা পরিস্থিতি মোকাবিলায় তিনি বর্তমান সরকারের গৃহীত পদক্ষেপের কথা উল্লেখ করেন।তিনি ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের রোগীদের জন্য সকল প্রকার সুযোগ সুবিধা নিশ্চিত করা হবে বলে জানান। তিনি বলেন বর্তমান সরকার দেশের মানুষের জন্য সর্বোচ্চ চিকিৎসা সুবিধা নিশ্চিত করবে।
মেহেরপুরে আইসিইউ ও এইচডিইউ বেড হস্তান্তরের উদ্বোধন করেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী
Total Page Visits: 926 - Today Page Visits: 5