অফিস প্রধান । মেহেরপুর আড্ডার সকল সদস্যদের জন্য আজ আনন্দের একটি দিন। বছরের শুরুটা আমাদের সকলের জন্য মেহেরপুরে উন্মুক্ত পাঠগৃহ ও সামাজিক কল্যান সংস্থা কে স্বীকৃত দিয়েছে সরকার । সকলের ঐকান্তিক ইচ্ছা ও পরিশ্রমের দ্বারা প্রায় তিন বছর আগে প্রতিষ্ঠিত ‘উন্মুক্ত পাঠগৃহ’ বাংলাদেশে সরকারের স্বীকৃতি পেয়েছে। উন্মুক্ত পাঠগৃহ ও সামাজিক কল্যান সংস্থা এখন একটি নিবন্ধিত সংস্থা। নিবন্ধন নম্বর- মেহের ৩৭০/২০২০। এই অর্জন সমগ্র মেহেরপুর জেলার মানুষের অর্জন। মেহেরপুর সমাজসেবার ভারপ্রাপ্ত ডিডি ফজলে রাব্বির হাত থেকে সদনপত্র নেন সংগঠনের সদস্যরা।
যারা এই প্রতিষ্ঠানটি প্রতিষ্ঠা ও পরিচালনার জন্য সর্বাত্মক চেষ্টা করছেন এবং এখনও করে চলেছেন তাঁদের কাছে আমরা কৃতজ্ঞ। সকলের চেষ্টা আজ সফলতার মুখ দেখেছে। নিবন্ধন সনদ । উন্মুক্ত পাঠগৃহ সমগ্র মেহেরপুর জেলার মানুষের কল্যান বয়ে আনবে সেই প্রত্যাশা আমাদের সকলের। সংগঠনের সকল সদস্যরা আশাবাদী অদুর ভবিষ্যতে নিজেদের জেলা মেহেরপুরকে এগিয়ে নিতে সকলের চেষ্টা অব্যাহত থাকবে।