softdeft

মেহেরপুরে উন্মুক্ত পাঠগৃহ’ কে সরকারের স্বীকৃতি

মেহেরপুরে উন্মুক্ত পাঠগৃহ’ কে সরকারের স্বীকৃতি

অফিস প্রধান । মেহেরপুর আড্ডার সকল সদস্যদের জন্য আজ আনন্দের একটি দিন। বছরের শুরুটা আমাদের সকলের জন্য মেহেরপুরে উন্মুক্ত পাঠগৃহ ও সামাজিক কল্যান সংস্থা কে স্বীকৃত দিয়েছে সরকার । সকলের ঐকান্তিক ইচ্ছা ও পরিশ্রমের দ্বারা প্রায় তিন বছর আগে প্রতিষ্ঠিত ‘উন্মুক্ত পাঠগৃহ’ বাংলাদেশে সরকারের স্বীকৃতি পেয়েছে। উন্মুক্ত পাঠগৃহ ও সামাজিক কল্যান সংস্থা এখন একটি নিবন্ধিত সংস্থা। নিবন্ধন নম্বর- মেহের ৩৭০/২০২০। এই অর্জন সমগ্র মেহেরপুর জেলার মানুষের অর্জন। মেহেরপুর সমাজসেবার ভারপ্রাপ্ত ডিডি ফজলে রাব্বির হাত থেকে সদনপত্র নেন সংগঠনের সদস্যরা।


যারা এই প্রতিষ্ঠানটি প্রতিষ্ঠা ও পরিচালনার জন্য সর্বাত্মক চেষ্টা করছেন এবং এখনও করে চলেছেন তাঁদের কাছে আমরা কৃতজ্ঞ। সকলের চেষ্টা আজ সফলতার মুখ দেখেছে। নিবন্ধন সনদ । উন্মুক্ত পাঠগৃহ সমগ্র মেহেরপুর জেলার মানুষের কল্যান বয়ে আনবে সেই প্রত্যাশা আমাদের সকলের। সংগঠনের সকল সদস্যরা আশাবাদী অদুর ভবিষ্যতে নিজেদের জেলা মেহেরপুরকে এগিয়ে নিতে সকলের চেষ্টা অব্যাহত থাকবে।

 

Total Page Visits: 1044 - Today Page Visits: 6