softdeft

মেহেরপুরে করোনা আক্রান্তে ২জনের মৃত্যু ।। আক্রান্ত ১৪

মেহেরপুরে করোনা আক্রান্তে ২জনের মৃত্যু ।। আক্রান্ত ১৪

ফোকাস মেহেরপুর । মেহেরপুর জেনারেল হাসপাতালে করোণ আক্রান্ত হয়ে আরও দু’জনের মৃত্যু হয়েছে। দুজনেরই বয়স ষাট বছরের উপরে। মেহেরপুর জেনারেল হাসপাতালে করোনা ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়।
এদিকে আজ শুক্রবার ১৪ জন নতুন করে আক্রান্ত হয়েছেন।
মৃত ব্যক্তিরা হলেন- গাংনী উপজেলার হিজলবাড়ীয়া গ্রামের বিছার উদ্দীন (৬৫) ও মেহেরপুর শহরের তাহের ক্লিনিক পাড়ার ছাইমান হোসেন (৬১)।
হাসপাতাল সুত্রে জানা গেছে, বিছার উদ্দীন করোনা আক্রান্ত ছিলেন। ছাইমান হোসেনের করোনা সন্দেহে এন্টিজেন পরীক্ষায় নেগেটিভ। তবে পিসিআর ল্যাব পরীক্ষার পরেই নিশ্চিত হবে তিনি পজিটিভ না নেগেটিভ।
এদিকে আজ আরও ১৪ জন নতুন আক্রান্ত হয়েছে। পিসিআর ল্যাবে ৭০ জনের নমুনা পরীক্ষায় এ ১৪ জন পজিটিভ বলে সিভিল সার্জন অফিস সুত্রে জানা গেছে।
সিভিল সার্জন ডা: নাসির উদ্দীন দু’জনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, পিসিআর ল্যাবে পাঠানো নমুনার মধ্যে ৭০টি ফলাফল এসেছে। ১৪টি পজিটিভ কেসের মধ্যে সদর ২, গাংনী ৭ ও মুজিবনগরে ৫টি। এ নিয়ে জেলায় মোট পজিটিভ কেসের সংখ্যা দাঁড়ালো ২৪৮। এর মধ্যে সদর ৭০, গাংনী ১০৬ ও মুজিবনগরে ৭২টি। এ পর্যন্ত মৃত্যুর সংখ্যা ৩২।

Total Page Visits: 870 - Today Page Visits: 6