softdeft

মেহেরপুরে বিআরটিএ ড্রাইভিং পরীক্ষায় দুই ভুয়া পরিক্ষার্থীর জরিমানা

মেহেরপুরে বিআরটিএ ড্রাইভিং পরীক্ষায় দুই ভুয়া পরিক্ষার্থীর জরিমানা

মেহেরপুর প্রতিনিধি \ মেহেরপুরে বিআরটিএ ড্রাইভিং পরীক্ষায় অন্যকে পরিক্ষা দিতে গিয়ে ধরা পড়েছে হৃদয় ও হুমায়ুন নামে দুই যুবক। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ২ জনের কাছ থেকে দুই হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। দন্ড বিধি ১৮৬০ এর ১৮৮ ধারায় এ জরিমানা করা হয়। রবিবার দুপুরে মেহেরপুর সরকারি বালক উচ্চ বিদ্যালয় মাঠে বিআরটিএ ড্রাইভিং পরীক্ষা চলাকালীন সময়ে সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহমুদুল হাসান সবুজ এর নেতৃত্বে সেখানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।
ভ্রাম্যমাণ আদালতে দুই ব্যক্তির ছবি ও চেহারার সাথে বয়সের কোনো মিল না পাওয়ার বিষয়টি খতিয়ে দেখে তাদের কাছ থেকে জরিমানা আদায় করা হয়।
সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহমুদুল হাসান সবুজ বলেন, জেলা প্রশাসকের নির্দেশক্রমে আমরা এই ভ্রাম্যমান আদালত পরিচালনা করি। তিনি বলেন, আমরা বিআরটিএ পরীক্ষা নিচ্ছি জেলা প্রশাসক এটা সবসময় স্বচ্ছতার ভিত্তিতে নেওয়ার চেষ্টা করছে। তাই তিনি কাউকে প্রতারক চক্রের কবলে না পড়ার আহ্বান জানিয়েছেন।
এ সময় মেহেরপুর বিআরটিএ ইন্সপেক্টর জিয়াউর রহমান, জেলা ট্রাফিক সার্জেন্ট পবিত্র বিশ্বাস প্রমূখ সেখানে উপস্থিত ছিলেন।

Total Page Visits: 850 - Today Page Visits: 5