softdeft

মেহেরপুরে বিভিন্ন ফসল ও ফলে সুসজ্জিত সমৃদ্ধির নৌকার স্টল পরিদর্শন করেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী

মেহেরপুরে বিভিন্ন ফসল ও ফলে সুসজ্জিত সমৃদ্ধির নৌকার স্টল পরিদর্শন করেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী

মুক্তির উৎসব ও সুবর্ণজয়ন্তী মেলায় মেহেরপুর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের স্টল পরিদর্শন করেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ও মেহেরপুর জেলা আওয়ামীলীগের সভাপতি ফরহাদ হোসেন এমপি।
শনিবার দুপুরে প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন এমপি মুজিব শতবর্ষের উপহার উচ্চমাত্রার জিংকসমৃদ্ধ জাত ব্রি ধান১০০ (বংগবন্ধু ধান) সহ আধুনিক উফশী ধানের জাত, সুখসাগর পিঁয়াজ, মেহেরচন্ডী মুখীকচু, মেহেরসাগর কলাসহ বিভিন্ন মৌসুমি ফল-সব্জির এক্সিবিট, বিভিন্ন প্রকার জৈব কৃষি প্রযুক্তি, মেহেরপুর থেকে রপ্তানিযোগ্য ২০রকমের গোলআলুর জাত, সুসজ্জিত সমৃদ্ধির নৌকা, বাঁধাকপির উয়ন্ননের পিরামিড, মাশরুম, রাইস ট্রান্সপ্লান্টার, কমবাইন্ড হারভেস্টর, ভুট্টা মাড়াই যন্ত্র, সোলার লাইট ট্রাপসহ অনান্য যন্ত্রপাতি পরিদর্শন করেন।
স্টল পরিদর্শন শেষে, মেহেরপুরে এপর্যন্ত ৫০% ভর্তুকির আওতায় ৬৪টি কমবাইন্ড হারভেস্টরসহ অনান্য যন্ত্রপাতি বিতরণ হয়েছে জেনে সন্তুষ্টি প্রকাশ করেন।
এছাড়াও মেহেরপুর থেকে চলতি বছর ৩০০০মে.টন বাঁধাকপি মালায়শিয়া, সিংগাপুরসহ বিভিন্ন দেশে রপ্তানি হয়েছে, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের ভূয়সী প্রশংসা করেন।
সেই সাথে কৃষি প্রনোদনা কর্মসূচির আওতায় সদর উপজেলার বুড়িপোতা ইউনিয়নের নবীননগর গ্রামে সমলয় চাষাবাদ এর ৫০একর ব্লক প্রদর্শনী, যেখানে ট্রে তে তৈরিকৃত চারা রাইস ট্রান্সপ্লান্টারের মাধ্যম রোপণ হয়েছে এবং পর্বরতীতে কমবাইন্ড হারভেস্টরের মাধ্যমে কর্তন হবে জেনে ইতিবাচক মনোভাব ব্যক্ত করেন।
বিশ্বব্যপী করোনা মহামারী, যুদ্ধ, আন্তর্জাতিক বাজারে ডিজেলের দাম বৃদ্ধিসহ নানা কারনে কৃষিতে সারের ভর্তুকি অব্যাহত রাখার জন্য কৃষিবান্ধব সরকারের মাননীয় প্রধানমন্ত্রীর প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই মেহেরপুর কৃষি অধিদপ্তরের কর্মকর্তারা।
১৭ই মার্চ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে মেহেরপুর জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণে মুক্তির উৎসব ও সুবর্ণজয়ন্তী মেলার উদ্বোধন করা হয়।
এসময় উপস্থিত ছিলেন কৃষি অধিদপ্তরের কর্মকর্তারা।

Total Page Visits: 699 - Today Page Visits: 6