চারিদিকে ঘন কুয়াশা, বেড়েছে শীতের প্রকোপ। সেই সাথে আজ বৃহস্পতিবার ভোর ৬টার দিকে থেকে শুরু হয়েছে গুড়ি গুড়ি বৃষ্টি। গত কয়েকদিন ধরে ধীরে ধীরে জেঁকে বসেছে শীত। তীব্র ঠান্ডার সাথে উত্তরের হিমেল হাওয়ায় ও ঘন কুয়াশায় কষ্টের মধ্যে পড়েছে নিম্ম আয়ের খেটে খাওয়া মানুষেরা। বেলা বাড়লেও মিলছে না সূর্যের দেখা, কমছে না শীতের তীব্রতা। বৃষ্টির ফলে সাধারণ মানুষ মনে করছে, শীতের প্রকোপ আরও বাড়তে পারে। প্রায় এক ঘন্টা ধরে চলে গুড়ি গুড়ি বৃষ্টি।শৈত্য প্রবাহ আর ঘন কুয়াশার কারণে বোরো ধানের বীজতলায় কোল্ড ইনজুরিসহ বিভিন্ন রোগের প্রাদুর্ভাবের আশঙ্কা করছেন চাষিরা
চুয়াডাঙ্গা আঞ্চলিক আবহাওয়া অফিস সূত্রে জানা যায়, আজ মেহেরপুরে ১৯.৪ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। জেলায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় ১১.৫ ডিগ্রি সেলসিয়াস । বাতাসের আদ্রতা ৯২%।
Total Page Visits: 354 - Today Page Visits: 5