softdeft

মেহেরপুরে মহিলাসহ ৪ জনের মৃত্যু \ মৃতদেহ বাড়িতে পৌছে দিচ্ছে সেচ্ছাসেবকলীগ

মেহেরপুরে মহিলাসহ ৪ জনের মৃত্যু \ মৃতদেহ বাড়িতে পৌছে দিচ্ছে সেচ্ছাসেবকলীগ

মেহেরপুর প্রতিনিধি \ মেহেরপুর জেলারেল হাসপাতালে করোনা ওয়ার্ডে ৩ জন মহিলা ও ১ জন পুরুষেরে করোনায় মৃত্যু হয়েছে। বরিবার ভোরে দুজনের মৃত্যু এবং দুপুরে ২ জনের মৃত্যু হয়েছে।
মৃত ব্যক্তিরা হলো, রিনা খাতুন (৩৫)। সে গাংনীর হিন্দা গ্রামের আজিজুল হকের মেয়ে । বামুন্দী গ্রামের শাহিদা খাতুন(৬০)। সে মৃত ইসমাইল হোসেনের স্ত্রী।
জানা গেছে, রিনা খাতুন চুয়াডাঙ্গার আলমডাঙ্গা শহরের প্রবাসী খোকন মিয়া। কয়েকদিন আগে রিনা অসুস্থ হলে স্বজনদের সহায়তায় মেহেরপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।
এদিকে ভোরে হাসপাতালের করোনা ওয়ার্ডে আর দুজনের মৃত্যু হয়। এরা হলেন- সদর উপজেলার উজলপুর গ্রামের মেরিনা খাতুন (৩৫) এবং মুজিবনগর উপজেলা আনন্দবাস গ্রামের নজরুল ইসলাম (৫০)। গত ২৪ ঘন্টায় নতুন পজেটিভ রোগীর সংখ্যা ৪৪ টি । জেলায় পজিটিভ কেইস এর সংখ্যা বর্তমানে ৪০৪টি। মৃত্যু হয়েছে ৪৪ জনের। সুস্থ্য হয়েছেন ১০৯১ জন। ট্রান্সফার্ড হয়েছেন ১০৮ জন।
করোনায় মৃত ব্যক্তিদের মৃতদেহ গ্রামে পৌছে দিচ্ছেন মেহেরপুর জেলা সেচ্ছাসেবকলীগের নেতাকর্মীরা। জেলা সেচ্ছাসেবকলীগের আহবায়ক আরিফুল এনাম বকুনের তত্বাবোধানে মেহেরপুর হাসপাতালে সেচ্ছাসেবকের কাজ করছেন শহর সেচ্ছাসেবকলীগের সাধারন সম্পাদক এবং মুজিবনগরে কাজ করছেন সভাপতি আরিফ হোসেন।

Total Page Visits: 953 - Today Page Visits: 8