softdeft

মেহেরপুরে শব্দ দূষণ নিয়ন্ত্রনে চালক ও শ্রমিকদের সচেতনমূলক প্রশিক্ষণ অনুষ্ঠিত

মেহেরপুরে শব্দ দূষণ নিয়ন্ত্রনে চালক ও শ্রমিকদের সচেতনমূলক প্রশিক্ষণ অনুষ্ঠিত

মেহেরপুর প্রতিনিধি। শব্দ দূষণ নিয়ন্ত্রণে সমর্থিত অংশীদার মূলক প্রকল্পের আওতায় পরিবহন চালক ও শ্রমিকদের শব্দ সচেতনমূলক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ে এ অনুষ্ঠিত হয়।
সভাপতিত্ব করেন কুষ্টিয়া পরিবেশ অধিদপ্তরের উপ-পরিচালক আতাউর রহমান। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক ড মোঃ মুনসুর আলম খান। বিশেষ অতিথি ছিলেন জেলা অতিরিক্ত পুলিশ সুপার অপু সরোয়ার।
শব্দ দূষণের ক্ষতিকারক প্রভাব সম্পর্কে বক্তব্য রাখেন সিভিল সার্জন ড: এইচ এম আনোয়ারুল ইসলাম, শব্দ দূষণের সার্বিক বিষয়ে বক্তব্য রাখেন মেহেরপুর মোটরযান পরিদর্শক জিয়াউর রহমান,
এছাড়াও বক্তব্য রাখেন, কুষ্টিয়া পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক কমল কুমার বর্মন, মিরপুর ইসলামী ফাউন্ডেশনের উপ-পরিচালক আজমল হক।
অনুষ্ঠান আয়োজন করে মেহেরপুর জেলা প্রশাশক, পরিবেশ অধিদপ্তর মেহেরপুর ও কুষ্টিয়া ।

Total Page Visits: 822 - Today Page Visits: 7