মেহেরপুর প্রতিনিধি। মেহেরপুর সরকারি কলেজ মাঠে তিন দিন ব্যাপী ইজতেমা শুরু হয়েছে। মুসল্লিদের যেন কোনো সমস্যা না হয় সে জন্য পৌর মেয়র মাহফুজুর রহমান রিটন পৌরসভার পক্ষ থেকে ডেঙ্গু মশা নিধনে কীটনাশক স্প্রে করা হয়েছে সমস্ত এলাকায়। বৃহস্পতিবার বিকালে কলেজ মোড় এলাকা থেকে শুরু করে ইজতেমা মাঠের সমস্ত এলাকায় মশা নিধনের ওষুধ স্প্রে করা হয়।
পৌর মেয়র মাহফুজুর রহমান রিটন বলেন, কলেজ মাঠে তিন দিনব্যাপী ইজতেমা শুরু হয়েছে। গরমে অনেক মশার উপদ্রব বাড়তে পারে সেজন্য ইজতেমা মাঠে মুসল্লিদের সুবিধার্থে পৌরসভার পক্ষ থেকে মশা নিধন কীটনাশক স্প্রে করা হচ্ছে। সেই সাথে গোসলের ব্যবস্থা ও সুপেয় পানি পান করার জন্য পৌরসভার পক্ষ থেকে সব সময় উপস্থিত থাকবে একটি পানির গাড়ি। এছাড়াও প্রতিটি পাড়া মহল্লায় বাড়ির আঙ্গিনা পরিষ্কারের জন্য সাধারণ মানুষকে সচেতন করার লক্ষে বিভিন্ন কর্মসূচী হাতে নেওয়া হবে বলেও জানান তিনি।
মেহেরপুর ইজতেমা মাঠে পৌরসভার উদ্যোগে মশা নিধন কীটনাশক স্প্রে।
Total Page Visits: 976 - Today Page Visits: 6