মেহেরপুর-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কে গাংনী উপজেলার আকুবপুর নামক স্থানে দূরপাল্লার যাত্রীবাহী পরিবহনসহ একাধিক গাড়িতে গণডাকাতির ঘটনা ঘটেছে। দেশীয় ধারালো অস্ত্রের আঘাতে বাসচালক মুস্তাফিজুর রহমান স্বপন (৪৫) গুরুতর জখম হয়। ওই সময় শ্যামলী পরিবহনের সুপারভাইজার খোরশেদ আলমকে পিটিয়ে আহত করে ডাকাত দলের সদস্যরা।
বৃহস্পতিবার (৩ অক্টোবর) দিবাগত রাত পৌনে দুইটার দিকে উপজেলার আকুবপুর চেকপোস্ট এলাকায় সড়কের ওপর গাছ ফেলে এ ডাকাতির ঘটনা ঘটায় তারা। এ সময় শ্যামলী পরিবহন, দুইটা ট্রাক, একটি হাইস মাইক্রো বাস ও একটি প্রাইভেট কারে তাণ্ডব চালিযযে যাত্রী ও চালকদের কাছ থেকে নগদ টাকা ও সোনার গয়না ছিনিয়ে নিয়ে পালিয়ে যায় ডাকাত দলের সদস্যরা।
ঢাকা থেকে ছেড়ে আসা শ্যামলী পরিবহনের সুপারভাইজার খোরশেদ আলম জানান, শ্যামলী পরিবহনের একটি বাস বিকেল চারটার দিকে ঢাকা থেকে মেহেরপুরের উদ্দেশ্যে ছেড়ে আসে। যার রেজিঃ নম্বর ঢাকা মেট্রো ব ১৫ ২৬৫৪। বাসটি একজন নারী সহ মোট সাতজন যাত্রী নিয়ে রাত পৌনে দুইটার দিকে কুষ্টিয়া-মেহেরপুর আঞ্চলিক মহাসড়কের আকুপপুর চেকপোস্ট এলাকায় পৌছলে আগে থেকেই ওঁত পেতে থাকা ডাকাত দলের সদস্যরা সড়কের ওপরে দুটি মেহগনি গাছ ফেলে যানবাহন চলাচল বন্ধ করে দেয়। ঘটনাস্থলে পৌঁছালে ঢাকার দলের সদস্যরা শ্যামলী পরিবহনের দরজা খুলে দিতে বলে। রাজি না হওয়ায় দেশীয় ধারালো অস্ত্র দিয়ে চালকের নাকের নীচে কোপ দিয়ে রক্তাক্ত জখম করে। এতে বাসচালক স্বপন গুরুতর আহত হয়। ডাকাতরা ঘন্টা ব্যাপী তান্ডব চালিয়ে যাত্রী ও গাড়ির স্টাফদের কাছ থেকে নগদ টাকা ও সোনার গয়না ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়।
গুরুতর আহতাবস্থায় বাসচালক যাত্রীদের গন্তব্যে পৌঁছে দিয়ে তিনি গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে উপস্থিত হন। তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে মেহেরপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে প্রেরণ করা হয়। সেখানে তার অবস্থার অবনতি দেখা দিলে রাতেই তাকে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। বর্তমানে তিনি সেখানেই চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন।
সুপারভাইজার খোরশেদ আলম জানান, ৫ আগস্ট আওয়ামীলীগ সরকার পরিবর্তনের পর পুলিশ বাহিনী তাদের কর্তব্য থেকে কিছুটা হলেও সরে দাঁড়িয়েছেন। যার ফলশ্রুতিতে আঞ্চলিক মহাসড়কে পুলিশি টহল না থাকায় গণডাকাতিসহ বিভিন্ন ধরনের ছিনতাইয়ের ঘটনা ঘটছে। সেই সাথে মানুষের অপরাধ প্রবণতা বৃদ্ধি পাচ্ছে। পুলিশি টহল জোরদার করার জন্য তিনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অনুরোধ জানিয়েছেন।
গাংনী থানা অফিসার ইনচার্জ তাজুল ইসলাম জানান, পুলিশের টহল তৎপরতা পূর্বের ন্যায় অব্যাহত রয়েছে। ডাকাতির ঘটনার খবর পাওয়ার পরে পুলিশের একটি টিম ঘটনাস্থল পরিদর্শন করেছে। ডাকাতদের আটকের জন্য পুলিশ মাঠে রয়েছেন।