softdeft

মেহেরপুর জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ভ্রাম্যমাণ আদালতে ২ মাদকসেবীর কারাদণ্ড

মেহেরপুর জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ভ্রাম্যমাণ আদালতে ২ মাদকসেবীর কারাদণ্ড

মেহেরপুরের গাংনীতে মাদক সেবনের দায়ে আসলাম সিদ্দিক এবং সুমন রহমান নামের ২ মাদকসেবীকে ৭ দিন করে কারাদণ্ড দেয়া হয়েছে।
বৃহস্পতিবার (১২ মে), দুপুরের দিকে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে আসলাম সিদ্দিক ও সুমন রহমান কে ৭ দিন করে কারাদন্ড প্রদান করা হয়।

গাংনী সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নাজমুল আলম এ আদালত পরিচালনা করেন। আসলাম সিদ্দিক গাংনী বাজার পাড়ার আব্দুর রহমানের ছেলে এবং সুমন রহমান মহিলা কলেজ পাড়ার বদরুল ইসলাম এর ছেলে।

ভ্রাম্যমান আদালত পরিচালনা কারী নির্বাহী ম্যাজিস্ট্রেট নাজমুল আলম জানান, মাদক সেবনের দায় স্বীকার করায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর ৯ (১) গ ২০১৮ এর ৩৬ (১) সারনীর ৩৬ (৫) ধারায় ৭ দিন করে কারাদণ্ড দেয়া হয়। এর আগে মেহেরপুর জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উদ্যোগে অভিযান চালিয়ে আসলাম সিদ্দিক এবং সুমন রহমান নামের দুই মাদকসেবীকে গ্রেপ্তার করা হয়। মেহেরপুর জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক আব্দুল মান্নানের নেতৃত্বে অভিযান চালানো হয়।

Total Page Visits: 709 - Today Page Visits: 5