softdeft

মেহেরপুর পৌরসভায় করোনা প্রতিষেধকের দ্বিতীয় ডোজের টিকা প্রদান

মেহেরপুর পৌরসভায় করোনা প্রতিষেধকের দ্বিতীয় ডোজের টিকা প্রদান

মেহেরপুর প্রতিনিধি। সারাদেশের ন্যায় মেহেরপুর পৌরসভার এলাকায় কোভিড-১৯ ভ্যাকসিনের দ্বিতীয় ডোজ প্রদান করা হয়েছে।

বুধবার সকালে মেহেরপুর জেলার সকল বিভিন্ন ইউনিয়ন ও পৌরসভা কার্যালয় চত্বরে করোনা ভাইরাসের ভ্যাকসিনের দ্বিতীয় ডোজ প্রদানের করা হয়েছে।

পৌর মেয়র মাহফুজুর রহমান রিটন উপস্থিত থেকে পৌর এলাকার দ্বিতীয় ডোজ ভ্যাকসিন প্রদানের কার্যক্রমের উদ্বোধন করেন। এ সময় প্যানেল মেয়র শাহিনুর রহমান রিটন, প্রধান নিবার্হী কর্মকর্তা মেহেদী হাসানসহ পৌরসভার অন্যান্য কর্মকর্তাগণ সেখানে উপস্থিত ছিলেন ।

মেহেরপুর পৌরসভার ৯টি ওয়ার্ডে ১৮শ ভ্যাকসিন প্রদান করা হয়।

এছাড়াও জেলার প্রতিটি ইউনিয়ন পরিষদের ৬শত টিকা প্রদান হয়েছে। এসময় মুক্তিযোদ্ধা ও ৫০ বছরের অধিক বয়স্কদের ক্ষেত্রে আগে টিকা প্রদান করা হয়েছে।

জেলায় মোট ১২ হাজার ৮০০ জনকে করোনা প্রতিষেধকের গণটিকা প্রদান করা হয়েছে।
গণটিকা কেন্দ্রগুলোতে টিকা নিতে আশা মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ লক্ষে করা গেছে। সেই সাথে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানিয়েছেন সাধারন মানুষ।

Total Page Visits: 914 - Today Page Visits: 6