জাতীয়তাবাদী, স্বদেশ স্বাধীনতার বীরযোদ্ধা, ভাষা সংগঠক, মরহুম আহাম্মদ আলী’র ২৩তম মৃত্যু বার্ষিকীতে পারিবারিক ভাবে দোয়া মাহফিল করেছে।মেহেরপুরে রাজনৈতিক জীবনে তিনি কিংবদন্তী রাজনীতিবিদ ছিলেন। জাতীয়তাবাদী সংগ্রাম ও স্বদেশ স্বাধীনতার বীর যোদ্ধা, ভাষা সংগঠক, বিশিষ্ট রাজনীতিক ও সমাজ সেবক ও বিএনপি’র প্রতিষ্ঠাতা সদস্য ছিলেন।
এদেশের গণতান্ত্রিক আন্দোলনে সাবেক সংসদ সদস্য ও বিএনপি’র কেন্দ্রীয় কমিটির সাবেক সাংগঠনিক সম্পাদক (খুলনা বিভাগ) মরহুম আহম্মদ আলী গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন।
তিনি মেহেরপুর জেলা বিএনপি’র প্রতিষ্ঠাতা সভাপতি ছিলেন এবং মেহেরপুর-১ আসন থেকে ৩ বার এমপি নির্বাচিত হন। তিনি ছাত্র জীবন থেকে রাজনীতি শুরু করেন।
১৯৫২ সালে ভাষা আন্দোলনে সক্রিয় ভূমিকা রাখেন। ১৯৭১ সালে তিনি মুক্তিযুদ্ধের সংগঠক হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন।
মরহুম আহাম্মদ আলী’র ছেলে মেহেরপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য মাসুদ অরুন জেলার সর্বস্তরের মানুষের কাছে তার পিতার জন্য দোয়া কামনা করেছেন। আগামী শুক্রবার মরহুম আহাম্মদ আলী’র আনুষ্ঠানিক দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে।