softdeft

সরকারি খাস জমি উদ্ধার করলেন সহকারি কমিশনার খাদিজা খাতুন

সরকারি খাস জমি উদ্ধার করলেন সহকারি কমিশনার খাদিজা খাতুন

সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার পূর্নিমাগাঁতীর ভেংড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন খেলার মাঠের একাংশ পরিত্যাক্ত পুকুর হিসেবে লীজ দেওয়ার অভিযোগ উঠে স্থানীয় আওয়ামী লীগ নেতা ও স্থানীয় প্রভাবশালী মহলের বিরুদ্ধে।

এ নিয়ে গত (১৭ জুলাই) সোমবার “উল্লাপাড়ায় স্থানীয় আ.লীগ নেতাসহ প্রভাবশালী মহলের বিরুদ্ধে সরকারি খাস জমি লীজ দেয়ার অভিযোগ” শিরোনামে বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশ হয়।
সংবাদে প্রকাশ থাকে যে, নিয়মনীতির তোয়াক্কা না করে প্রশাসনকে বৃদ্ধাঙ্গুলী দেখিয়ে অবৈধভাবে প্রায় দেড় বিঘা সরকারি খাসের জমি এলাকার সয়বাড়িয়া গ্রামের শ্রী অরুণ কুমার হালদারের কাছে প্রায় লক্ষাদিক টাকায় লীজ দিয়েছেন পূর্ণিমাগাঁতী ইউনিয়নের ১নং ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি মো. আব্দুস সালাম, স্যাকমো উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স উল্লাপাড়া ও ভেংড়ী বন্ধু একক সংঘের সভাপতি লুৎফর রহমান (বাবলু), একই সংগঠনের সাধারণ সম্পাদক মো. শরিফুল ইসলাম, স্থানীয় আওয়ামী লীগ নেতা আব্দুল মান্নান, মোহাম্মদ আলী ও স্থানীয় প্রভাবশালী মো. আবুল হোসেন।
উক্ত সংবাদটি প্রকাশ হলে উপজেলা প্রশাসনের নজরে আসে।
তাৎক্ষনিক মঙ্গলবার (১৮ জুলাই) সকাল ১১টার দিকে উল্লাপাড়া সহকারী কমিশনার ভূমি মোছাঃ খাদিজা খাতুন সঙ্গীয় টিম নিয়ে ঘটনাস্থল পরিদর্শন করে সরকারি মৌজা: মির্জাপুর ভেংড়ী জেএল নং- ১০৭ খতিয়ান নং-১ দাগ নং- ৯৫৩ খাস জমিটি উদ্ধার করে। কিন্তু একই মৌজা ও খতিয়ানের দাগ নং- ১৬৪৯ ও ১৩৩০ জমিটি এখনও অবৈধ দখল মুক্ত করা হয়নি।

উপজেলা প্রশাসনের হস্তক্ষেপে সরকারি খাস জমি উদ্ধার করায় প্রশাসনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এলাকাবাসী।

এ ব্যাপারে উল্লাপাড়া সহকারী কমিশনার ভূমি মোছাঃ খাদিজা খাতুন বলেন, “আমরা গণমাধ্যমে নিউজটি দেখার পর তাৎক্ষণিক ভাবে ঘটনাস্থল পরিদর্শন করে জমিটি উদ্ধার করি। এবং সরকারি জমি লিজ না দেয়ার ব্যাপারে লিজ দাতাগণসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিদেরকে সতর্ক করা হয়েছে।”

Total Page Visits: 711 - Today Page Visits: 5