মেহেরপুর প্রতিনিধি ॥ ২০০৫ সালের ১৭ আগষ্ট সারাদেশে সিরিজ বোমা হামলা দিবসে মেহেরপুর জেলা পুলিশের কঠোর নিরাপত্তা ছিলো শহরে। সোমবার সকাল থেকে বিকেল পর্যন্ত পুলিশ সুপার এস এম মুরাদ আলীর নিদের্শনায় শহরের বিভিন্ন স্থানে পুলিশ মোতায়ন করা হয়। এসময় শহরের কোর্ট এলাকায়, হোটেল বাজার মোড়ে, কলেজ মোড়ে. হাসপাতাল মোড়ে, বড়বাজার মোড়ে এবং কাথুলী বাসস্ট্যান্ড এলাকায় পুলিশ মোতায়ন ছিল।
জেলা পুলিশ সুপার এস এম মুরাদ আলী জানান, ২০০৫ সালের ১৭ই আগস্ট মাসে সারাদেশে সিরিজ বোমা হামলা চালিয়ে ত্রাস সৃষ্টি করেছিল নিষিদ্ধ জঙ্গি সংগঠন জামা’আতুল মুজাহিদীন বাংলাদেশ-জেএমবি। সেদিন সকাল এগারোটা থেকে সাড়ে এগারোটার মধ্যে একযোগে ৬৩টি জেলার ৪শত টি গুরুত্বপূর্ণ স্থানে ৫শত বোমার বিস্ফোরণ ঘটিয়ে ত্রাসের রাজত্ব কায়েম করার চেষ্টা চালিয়েছিল জঙ্গিরা। এধরনের ঘটনা থেকে সর্তকতা অবলম্বন করে শহরের বিভিন্ন স্থানে কড়া নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। জনগনের সেবাই পুলিশ সবসময় পাশে থাকবে।
সিরিজ বোমা হামলা দিবসে মেহেরপুর পুলিশের কড়া নিরাপত্তা
Total Page Visits: 761 - Today Page Visits: 5