softdeft

ইতালি প্রবাসীর লাশ দেশে আনলো না তার পরিবার।

ইতালি প্রবাসীর লাশ দেশে আনলো না তার পরিবার।

ফোকাস ডেস্ক।
ইতালিতে মারা যাওয়ার পর ৪৫ দিন পর্যন্ত মর্গে ছিল আব্দুল হাই (৪৪) নামে এক বাংলাদেশির লাশ। দেশে থাকা আত্মীয়-স্বজনরা লাশ দেশে ফেরত আনতে অস্বীকার করায় ইতালিতেই ধর্মীয় রীতি অনুযায়ী তাকে দাফন করা হয়।।
নিহত আব্দুল হাইয়ের বাড়ি কুমিল্লায়। দীর্ঘদিন অসুস্থ থাকার পর রোমের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গত ১১ জানুয়ারি তিনি মারা যান।
ইতালিতে বাংলাদেশী সামাজিক সংগঠন ইল ধূমকেতুর কর্ণধার নুরে আলম সিদ্দিকী বাচ্চু সামাজিক যোগাযোগ মাধ্যমে জানান আব্দুল হাই নামের এক বাংলাদেশির লাশ দীর্ঘ দিন ইতালিতে হাসপাতালের মর্গে পড়ে আছে। এরপর আব্দুল হাইয়ের আত্মীয় স্বজনদের সঙ্গে যোগাযোগ হয়। কিন্তু তারা লাশ দেশে নিতে অস্বীকার করে এবং একই সঙ্গে লাশ ইতালিতে দাফন করার অনুমতি দেন। ফলে রোম দূতাবাসসহ অন্যান্য প্রবাসী বাংলাদেশিদের আর্থিক সহযোগিতায় আব্দুল হাইয়ের লাশ শুক্রবার দুপুরে দাফন করা হয়।
সামাজিক সংগঠনটির কর্ণধার নুরে আলম সিদ্দিকী বাচ্চু বলেন, যারা আর্থিক সহযোগিতায় এগিয়ে এসেছেন বিশেষ করে রোম দূতাবাসসহ প্রবাসী বাংলাদেশিদের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই। নিহতের রুহের মাগফেরাত কামনায় আগামী শুক্রবার মসজিদে দোয়ার ব্যবস্থা করা হয়েছে।

Total Page Visits: 634 - Today Page Visits: 1