আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি, আমি কি ভুলিতে পারি.. ভাষার জন্য রক্ত দেওয়ার সে ঋণ কোন দিন ভুলবার নয়। একুশের প্রথম প্রহরে সেই সকল ভাষাশহীদ প্রতি শ্রদ্ধাঞ্জলি জানাতে ঢল নামে মেহেপুরের ড. শহীদ সামসুজ্জোহা পার্কের কেন্দ্রীয় শহীদ মিনারে। রাত ১২টার পর থেকেই শ্রদ্ধাঞ্জলি নিবেদন করে মেহেরপুর জেলা যুবলীগের নেতাকর্মীরা।
জেলা যুবলীগের আহ্বায়ক ও পৌর মেয়র মাহফুজুর রহমান রিটনের নেতৃত্বে শহীদ সামসুজ্জোহা পার্কে শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন নেতাকর্মীরা।
এসময় জেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক শহিদুল ইসলাম পেরেশান, সাবেক ছাত্রনেতা হাসানুজ্জামান হিলন, জেলা যুবলীগের আহ্বায়ক কমিটির সদস্য ইয়ানুস আলী, সাইদুর রহমান উজ্জল, জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক জুয়েল রানা, জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক মাসুদ রানা, সদর উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ফয়সাল আহমেদ সহ যুবলীগের নেতাকর্মীরা।
শ্রদ্ধাঞ্জলি নিবেদন শেষে সংক্ষিপ্ত বক্তব্যে
পৌর মেয়র মাহফুজুর রহমান রিটন বলেন, ১৯৫২ সালের ভাষা আন্দোলনের উদ্দেশ্য ও তাৎপর্য যে স্রোতধারায় আমরা আজ রাষ্ট্রীয়ভাবে ২১ ফেব্রুয়ারি আর্ন্তজাতিক ভাষা দিবস পালন করি। বাঙালির চেতনার প্রতীক, ভাষার জন্য আত্মত্যাগের দিন। ২১শে ফেব্রুয়ারি জাতীয় শহীদ দিবস পায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের মর্যাদা। জাতিসংঘের সেই স্বীকৃতির পর থেকে পৃথিবীর নানা ভাষাভাষী মানুষ দিনটি পালন করছে।