মেহেরপুরের গাংনীতে র্যাপিড এ্যাকশান ব্যাটালিয়ন (র্যাব)’র অভিযানে ফেনসিডিলসহ একলাছ মিয়া (৫৫) নামের এক মাদক কারবারীকে আটক করেছে সিপিসি-৩, র্যাব-১২ এর সদস্যরা। শনিবার (২৬ অক্টোবর) সকাল সাড়ে ৮ টার দিকে মেহেরপুরের গাংনী উপজেলাধীন বামন্দি ইউনিয়নের বালিয়াঘাট এলাকায় অভিযান চালিয়ে ৩৫ বোতল ভারতীয় ফেন্সিডিলসহ তাকে আটক করা হয়। এখলাছ মিয়া উপজেলার কাজিপুর গ্রামের মৃত আঃ আজিজের ছেলে।
সহকারী পুলিশ সুপার কোম্পানী কমান্ডার আশরাফউল্লাহ সিপিসি-৩, মেহেরপুর, র্যাব-১২ শনিবার (২৬ অক্টোবর) বেলা সাড়ে ১১ টার দিকে এক প্রেস রিলিজ মারফত এ তথ্য নিশ্চিত করেছেন।
সিপিসি র্যাব-১২ মেহেরপুর সূত্রে জানা গেছে, মাদক নিয়ে এক ব্যক্তি কাজিপুর থেকে ব্যাটারি চালিত অটোরিকশা যোগে বামন্দির দিকে আসছে। এমন গোপন সংবাদের ভিত্তিতে শনিবার (২৬ অক্টোবর) সকাল সাড়ে ৮ টার দিকে মেহেরপুরের গাংনী উপজেলাধীন বামন্দি ইউনিয়নের বালিয়াঘাট এলাকায় র্যাবের একটি টহল দল অভিযান পরিচালনা করেন। অভিযানে ৩৫ বোতল ভারতীয় ফেন্সিডিলসহ এখলাছ নামের এক মাদক কারবারীকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে মাদক ক্রয়-বিক্রয়ের কাজে ব্যবহৃত একটি মোবাইল ফোন জব্দ করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে আরো জানা গেছে, ওই মাদক কারবারী দীর্ঘদিন যাবৎ আইন প্রয়োগকারী সংস্থার চোখ ফাঁকি দিয়ে মেহেরপুর ও কুষ্টিয়া জেলার বিভিন্ন এলাকায় অবৈধ নেশাজাতীয় মাদকদ্রব্য বিভিন্ন মাদকসেবীর নিকট ক্রয় বিক্রয় করে আসছিল বলেও জানান র্যাবের ওই কর্মকর্তা।