মেহেরপুরের গাংনী উপজেলার আজান গ্রামে ব্যাটারী চালিত অটোভ্যান চুরি করার সময় খোরশেদ আলম (৩৫) নামক এক চোরকে হাতেনাতে আটক করে গাংনী থানা পুলিশে সোপর্দ করেছে স্থানীয়়রা। খোরশেদ মেহেরপুর পৌর এলাকার ৪ নং ওয়ার্ডের মৃত মতিয়ার রহমানের ছেলে।
ভ্যানের মালিক সদর উপজেলার রাজনগর গ্রামের লেবু ব্যবসায়ী মনিরুল ইসলাম জানান, সোমবার (১৫ জানুয়ারি), সকালে তার অটো ভ্যানটি নিয়ে গাংনী উপজেলার আজান গ্রামে লেবু কিনতে আসেন। এসময় আজান প্রাথমিক বিদ্যালয়ের অদুরে লেবু বাগানের সামনে ভ্যানটি রেখে বাগানের ভেতরে ঢুকে কিছু সময় পরে বাগানের বাইরে এসে দেখেন ভ্যানটি খোরশেদ চুরি করে নিয়ে় যাচ্ছে। এসময় তিনি স্থানীয়দের সাথে নিয়ে ধাওয়়া করে খোরশেদকে আটক করে এবং ভ্যানটি উদ্ধার করে। পরে স্থানীয়রা চোরকে আটকে রেখে গাংনী থানায় সংবাদ দিলে থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে খোরশেদকে আটক করে থানায় নিয়ে যায়।
এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করে আজান গ্রামের সিরাজুল ইসলাম বলেন, এলাকায় চুরির উপদ্রব বেড়েছে। গত কয়েক মাসে আমাদের গ্রামে ৩টি অটোভ্যান চুরি হয়েছে। এছাড়াও কিছুদিন আগে একটি মুদি দোকানে চুরিসহ বাই সাইকেল ও মাঠের স্যালো ইন্জিন চুরির মতো ঘটনা ঘটেছে৷ এলাকাবাসীরা এব্যাপারে প্রশাসনের সুদৃষ্টি কামনা করেন।
গাংনী থানার অফিসার ইনচার্জ (ওসি) তাজুল ইসলাম বলেন, চুরির ঘটনায় আটককৃত চোরের বিরুদ্ধে থানায় একটি মামলা দায়ের হয়েছে এবং তাকে আদালতে প্রেরণ করা হয়েছে।