softdeft

গাংনীতে জমি দখলকে কেন্দ্র করে সংঘর্ষে নারীসহ ১০জন আহত

গাংনীতে জমি দখলকে কেন্দ্র করে সংঘর্ষে নারীসহ ১০জন আহত

 

মেহেরপুরের গাংনী উপজেলার বামন্দী ইউনিয়নের বালিয়াঘাট গ্রামে জমি দখলকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় নারীসহ উভয়পক্ষের অন্তত ১০জন আহত হয়েছে। মারাত্বক আহত ৫জনকে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। বাকী আহতরা প্রাথমিক ভাবে চিকিৎসা নিয়েছেন।

আহতরা হলেন-বালিয়াঘাট গ্রামের মৃত আবুল বিশ্বাসের ছেলে কামরুল ইসলাম (৬০),আব্দুর সাত্তারের মেয়ে সাথী খাতুন (২৮),শরিফুল ইসলামের স্ত্রী হানুফা খাতুন (৬০),কামরুল ইসলামের ছেলে রাজন আলী (২৭),শরিফুল ইসলামের দু’মেয়ে অন্তরা খাতুন (২৪) ও বেবী খাতুন (১৭)।

অন্যপক্ষের আহতরা হলেন-ইয়ারুল ইসলাম,ইসরাফিল হােসেন,সেলিম রেজা ও সােহান হােসেন।

শুক্রবার (১৬ সেপ্টেম্বর) বিকেলে বালিয়াঘাট গ্রামে সংঘর্ষের ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, ১২ কাঠা জমি দখল নিয়ে ওই গ্রামের আসাদুল মেম্বর ও তারই চাচাতাে ভাই ইয়ারুল ইসলামের লােকজনদের মধ্যে দ্বন্দ্বের জের ধরে সংঘর্ষ হয়েছে।

বামন্দী ইউনিয়ন পরিষদের সদস্য ও বালিয়াঘাট গ্রামের বাসিন্দা আসাদুল হক আমার চাচা ওই গ্রামের আব্দুল জলিল বিশ্বাসের কাছ থেকে ১২ কাঠা জমি ক্রয় করি। রেজিস্ট্রিতে উল্লেখিত দাগের জমিতে চাষাবাদ করতে গেলে,আমারই আরেক চাচার ছেলে ইয়ারুল ইসলাম বাঁধা প্রদান করেন। এ নিয়ে কয়েকদিন যাবত ইয়ারুলের লােকজন আমার লােকজনকে হামলা করার পায়তারা করে বেড়াচ্ছিল। শুক্রবার ইয়ারুল তার লােকজন নিয়ে আমার লােকজনকে হাসুয়া ও লাঠি দিয়ে হামলা চালিয়ে আহত করে। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।

অন্যদিকে,ইয়ারুল ইসলামের পরিবারের সদস্যরা জানান,আমরা শরীকানা ভাবে পাওয়া জমিতে চাষাবাদ করে আসছি। আসাদুল ও তার লােকজন ওই জমির ফসল কেটে অত্যাচার করে আসছে। শুক্রবার বিকেলে তার লােকজন হামলা করে আমাদের বেশ কয়েকজনকে জখম করেছে।
এদিকে,খবর পেয়ে স্থানীয় পুলিশ ক্যাম্পের একটিদল ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি শান্ত করে।

Total Page Visits: 686 - Today Page Visits: 3