softdeft

গাংনীতে পুলিশের অভিযানে সুদ ব্যবসায়ী আটক

গাংনীতে পুলিশের অভিযানে সুদ ব্যবসায়ী আটক

 

 

মেহেরপুরের গাংনী উপজেলার তেঁতুলবাড়িয়া গ্রামে পুলিশ অভিযান চালিয়ে হাতেম আলি নামের এক সুদ কারাবারিকে আটক করেছে।
সুদ কারবারি হাতেম আলি ঐ গ্রামের মৃত হারেজ উদ্দিনের ছেলে।
রবিবার ১৯ মার্চ বিকেল ৫ টার সময় হাতেম আলির বসত বাড়ির নিজ কার্যালয়ে তল্লাশী চালিয়ে নগদ দেড় লক্ষ টাকা, স্বর্নের ৮টি চেইন, ১৪ জোড়া কানের দুল, ২টি লকেট,২ আংটি,তামার উপর স্বর্নের প্রোলেপ দেওয়া ৬ টি হাতের বালা,স্বাক্ষরিত ফাঁকা নন জুডিশিয়াল ষ্ট্যাম্প ১২টি ও বিভিন্ন ব্যংকের স্বাক্ষরিত ৯টি ব্লাংক চেক উদ্ধার করে পুলিশ।

গাংনী থানা পুলিশের তদন্ত কর্মকর্তা মনোজ কুমারের নেতৃত্বে এস আই আশিকুর রহমান, এস আই মাসুদ, এ এস আই জাহিদ সঙ্গীয় ফোর্স সহ অভিযান পরিচালনা করেন।

গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুর রাজ্জাক জানান, গোপন সংবাদের ভিত্তিতে এক সুদ ব্যবসায়ীকে আটকের পর তার বাড়িতে অভিযান চালিয়ে স্বর্ণ,সাদা স্ট্যাম্প ও ব্ল্যাংক চেক উদ্ধার করা হয়েছে। মামলা দায়ের এর পূর্বক আসামিকে কোর্টে প্রেরণ করা হবে।

Total Page Visits: 493 - Today Page Visits: 1