softdeft

গাংনীতে মোটরসাইকেল ও অটোবাইকের মুখোমুখি সংঘর্ষে নিহত-১

গাংনীতে মোটরসাইকেল ও অটোবাইকের মুখোমুখি সংঘর্ষে নিহত-১

মেহেরপুরের গাংনীতে মোটরসাইকেল ও অটোবাইকের মুখোমুখি সংঘর্ষে লিখন হোসেন (২৬) নামের এক যুবকের মৃ*ত্যু হয়েছে।
আজ শুক্রবার দুপুর ১২:৩০ মিঃ এর দিকে গাংনী-সাহারবাটি সড়কের চৌগাছা এলাকার এ দূর্ঘটনা ঘটে। এ ঘটনায় নিহত যুবক লিখন উপজেলার ষোলটাকা গ্রামের রহিদুল ইসলামের পুত্র। এ,সময় ঐ আটোবাইক চালক সামান্য আহত হয়েছে বলে যানা গেছে।

প্রত্যক্ষদর্শীরা জানান,নিহত যুবক লিখন হোসেন গাংনী থেকে সাহারবাটি ও সাহারবাটি থেকে গাংনী গামী একটি আটোবাইক গাংনীর চৌগাছা নামক স্থানে পৌছালে মুখোমুখি সংঘর্ষ হয়।এসময় লিখন গুরুত্বর আহত হয়।
এসময় স্থানীয়রা তাকে উদ্ধার করে দ্রত গাংনী উপজেলা তো কমপ্লেক্স এ নিয়ে যায়। সেখানে লিখন এর অবস্থার অবনতি হওয়ায় কর্তব্যরত চিকিৎসক মাসুদুর রহমান তাকে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন। কুষ্টিয়াতেও লিখন এর অবস্থার আরো অবনতি হলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করে।
এসময় এ্যাম্বোলেন্স যোগে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে যাওয়ার সময় পাবনা জেলার রুপপুর এলাকায় পৌছালে পথের মধ্য তার মৃত্যু হয়। এ বিষয়ে
ষোলটাকা ইউনিয়ন পরিরষদের সাবেক চেয়ারম্যান মনিরুজ্জামান মনি জানান, লিখন হোসেন একটি ঠিকাদারী প্রতিষ্ঠানের সহকারী ম্যানেজার হিসেবে কর্মরত ছিলেন। হটাৎ তার মৃত্যুতে পরিবার সহ গোটা এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। লিখন ষোলটাকা ও পার্শবর্তী এলাকায় ভালো মানুষ হিসেবে পরিচিত ছিলো বলে জানান তিনি।
এ বিষয়ে গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বনি ইসরাইল জানান,দূর্ঘটনার সংবাদ পেয়ে পুলিশ পাঠানো হয়েছে। পরবর্তীতে আইনগত ব্যবস্থা নেয়া হবে বলে জানান এই কর্মকর্তা।

Total Page Visits: 168 - Today Page Visits: 3