softdeft

গাংনীতে যুবলীগের তিন নেতাকে কারণ দর্শানোর নোটিশ

গাংনীতে যুবলীগের তিন নেতাকে কারণ দর্শানোর নোটিশ

মেহেরপুর প্রতিনিধি: গত ১৫ আগষ্ট সারা দেশে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর শাহাদৎ বার্র্ষিকী ও জাতীয় শোক দিবস পালিত হয়। জাতীয় শোক দিবস যথাযোগ্য মর্যাদায় পালন উপলক্ষ্যে মেহেরপুরের গাংনী উপজেলা যুবলীগ আলোচনা সভা ও দোয়া মাহফিলসহ বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করে। অনুষ্ঠানে যথারিতি দলটির সংগঠনটির পক্ষ থেকে ব্যানার ফেসটুন টাঙ্গানো হয়। ব্যানারে উপজেলা যুবলীগের সভাপতি মোঃ মোশাররফ হোসেন, সাধারন সম্পাদক শফি কামাল পলাশ, যুগ্ম সাধারণ সম্পাদক মজিরুল ইসলাম সহ আরও নেতা কর্মীর ছবি দেওয়া হয়।
মেহেরপুর জেলা যুবলীগের আহবায়ক মোঃ মাহফুজুর রহমান রিটন ও যুগ্ম আহবায়ক শহিদুল ইসলাম পেরেশান স্বাক্ষরিত একটি কারন দর্শানোর নোটিশ পাঠিয়েছে উপজেলা যুবলীগের সভাপতি মোঃ মোশাররফ হোসেন, সাধারণ সম্পাদক শফি কামাল পলাশ ও যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ মজিরুল ইসলাম এর প্রতি কারণ দর্শানোর নোটিশে উল্লেখ করা হয়, জাতীয় শোক দিবসে হাস্যজ্জল ও সানগøাস পরিহিত ছবি বানিয়ে ফেসটুন করা জাতীয় শোক দিবসের উপহাসের শামিল। নোটিশে বলা হয় সংগঠনের গুরুত্বপূর্ণ পদে থেকে বাংলাদেশ আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় কমিটির নির্দেশনা অমান্য করে এই ধরণের ব্যানার ফেসটুন বানিয়ে দলীয় শৃংখলা ভঙ্গের কারণে আপনাকে/ আপনাদের কেন বহিষ্কার করা হবে না আগামী সাত কার্য দিবসের মধ্যে কারণ দর্শানোর জন্য নির্দেশ দেওয়া হলো এবং সেই সাথে ঐ ব্যানার ফেসটুন নামিয়ে ফেলার নির্দেশ দেওয়া হলো।

এদিকে জানতে চাওয়া হলে উপজেলা যুবলীগের সভাপতি মোঃ মোশাররফ হোসেন সাংবাদিকদের বলেন, কারণ দর্শানোর নোটিশ আমরা এখনও পাইনি তবে শুনেছি। যারা এই নোটিশ দিয়েছেন তারা এর আগেও গাংনী উপজেলা যুবলীগের মধ্যে ফাটল ধরানোর লক্ষ্যে ভুয়া কমিটি দিয়েছিলেন। যার বিরোধীতা আমরা করেছিলাম এবং সফল হয়েছি। এখন আবার তারা নতুন করে আমাদের উপজেলা যুবলীগের মধ্যে বিশৃংখলা সৃষ্টির লক্ষ্যে এসব নোটিশ দিয়ে বেড়াচ্ছে। এ নিয়ে আমরা বিচলিত নয়। যুবলীগ নেতা মোশাররফ হোসেন আরও বলেন, কারণ দর্শানোর নোটিশ করতে হলে দলীয়ভাবে মিটিং করতে হয়, তদন্ত করতে হয় তদন্তে প্রমাণ হলে তারপর কেন্দ্রীয় নেতাদের অবহিত করার পর সেখানকার সিদ্ধান্ত আমাদের মতো নেতারা প্রকাশ করে। তিনি প্রশ্ন তুলেন কেন্দ্রীয় কোন চিঠি তাদের আছে কিনা।

এ বিষয়ে জেলা যুবলীগের আহবায়ক মাহফুজুর রহমান রিটন সাংবাদিকদের জানান, কেন্দ্রীয় নেতাদের নির্দেশেই আমরা তাদের নোটিশ দিয়েছি। কেন্দ্রীয় নেতাদের সিদ্ধান্ত ছাড়া আমরা এসব বিষয়ে পদক্ষেপ নিতে পারিনা। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, কেন্দ্রীয় নেতাদের সাথে ফোনে কথা বলেই আমাদের নেতাদের নির্দেশনা অনুযায়ি নোটিশ দেওয়া হয়েছে। তারা এখন জবাব দেবে। পরে যে সিদ্ধান্ত নেওয়ার দরকার কেন্দ্রীয় নেতারা নেবে আমরা তা মেনে নিব।

Total Page Visits: 802 - Today Page Visits: 1